Breaking News

বৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 

বৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাংলা অনার্স Bengali honours boishinob podaboli oti songkhipto questions answer


                   প্রশ্নের মান - ১/২



১। " গীত চন্দ্রদয় " পদ সংকলন টি কে প্রকাশ করে ?


উত্তর:- বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থ কার নরহরি চক্রবর্তী ।


২। " পদকল্পতরু " বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ টির প্রকৃত নাম কি ? গ্রন্থ টির সংকলক কে ?


উত্তর:-  " গীতকল্পতরু " গ্রন্থটির সংকলক হলেন গোকুলানন্দ সেন ।


৩। " পদকল্পতরু " গ্রন্থে কতজন পদ কর্তার কত গুলি পদ স্থান পেয়েছে ?


উত্তর:- ১৩০ জন পদকর্তার চার হাজারেরও বেশী পদ স্থান পেয়েছে ।


৪। " রসকলিকা " গ্রন্থের সংকলক কে ?


উত্তর:- নটবর দাস ।


৫। " পদরত্নাকর " গ্রন্থের সংকলক কে ?


উত্তর:- কমলাকান্ত দাস ।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ টির নাম কি ? কবির সহযোগী সম্পাদক কে ছিলেন ?


উত্তর:-  " পদরত্নাবলী " ১২৯২ বঙ্গাব্দে । কবির সহযোগী সম্পাদক ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার ।


৭। আদি বৈষ্ণব কবি কাকে বলা হয় ?


উত্তর:- " গীতগোবিন্দম " এর কবি জয়দেব কে ।


৮। " মৈথলীর কোকিল " কাকে বলা হয় ?


উত্তর:- মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতি কে ।


৯। বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কি কি গ্রন্থ লিখেছিলেন ?


উত্তর:- কীর্তিলতা , কীর্তিপতাকা , ভু - পরিক্রমা , দুর্গাভক্তিতরঙ্গীনি , হরগৌরী বিষয়ক পদাবলী ।


১০। বিদ্যাপতির আদি নিবাস কোথায় ?


উত্তর:- বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফিগ্রামে ।

১১। বিদ্যাপতি কোন রানীর গুনমুগ্ধ ছিলেন ?


উত্তর:- রানী লোছমী  দেবীর ।


১২। " দ্বিতীয় বিদ্যাপতি " কাকে বলা হয় ?


উত্তর:- গোবিন্দ দাস কে ।


১৩। ছোট বিদ্যাপতি কে ?


উত্তর:- বৈষ্ণব পদকর্তা কবিরঞ্জন ।


১৪। বড়ু চণ্ডীদাসের নিবাস কোথায় ? ইনি কোন দেবীর উপাসক ছিলেন ?


উত্তর:- বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে । বাশুলী দেবীর উপাসক ছিলেন ।


১৫। পদাবলীর চণ্ডীদাসের নিবাস কোথায় ? এর সাধন সঙ্গিনীর নাম কি ?


উত্তর:- বীরভূম জেলার নান্নুর গ্রামে । রামি ।

১৬। কোন কোন পর্যায়ের পদ রচনায় চন্ডীদাস শ্রেষ্ট ?


উত্তর:- পূর্বরাগ ও নিবেদন পর্যায়ের ।


১৭। চৈতন্যে পূর্ব যুগের দুজন বিশিষ্ট বৈষ্ণব পদ কর্তার নাম লেখো ?


উত্তর:- বিদ্যাপতি ও চন্ডীদাস ।


১৮। চৈতন্য পরবর্তী যুগের তিনজন বিশিষ্ঠ পদ কর্তার নাম লেখো ?


উত্তর:- গোবিন্দ দাস , জ্ঞান দাস , বলরাম দাস ।


১৯। চৈতন্যে সমসাময়িক কালের কয়েকজন পদকর্তার নাম লেখো ?


উত্তর:- বাসুদেব ঘোষ , মাধব ঘোষ , গোবিন্দ ঘোষ , নরহরি সরকার , মুরারী গুপ্ত , রায় রামানন্দ , যদু নন্দন , প্রমুখ ।


২০। কয়েক জন মুসলিম বৈষ্ণব পদ কর্তার নাম লেখো ?


উত্তর:- সৈয়দ মুর্তজা , নাসীর মামুদ প্রমুখ ।

২১।" অভিনব জয়দেব " কাকে বলা হয় ?


উত্তর:- কবি বিদ্যাপতি কে ।


২২। " রসমঞ্জরী " গ্রন্থের সংকলক কে ?


উত্তর:- পীতাম্বর দাস ।


২৩। প্রথম চৈতন্যে বিষয়ক বাংলা পদ কে লেখেন ?


উত্তর:- মুরারী গুপ্ত ।


২৪। সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম লেখো ?


উত্তর:- হরিভক্তিবিলাস , বৈষ্ণব তোষণী , প্রভৃতি ।


২৫। " হরিভক্তিবিলাস " কার লেখা ?


উত্তর:- গোপাল ভট্টের ।

২৬। বিষ্ণু উপাসনা বিষয়ক প্রাচীণ গ্রন্থ টির নাম কি ?


উত্তর:- ঋকবেদ সংহিতা ।


২৭। " রাধা " নামের প্রথম উল্লেখ কোথায় আছে ?


উত্তর:- হাল - এর " গাথাসপ্তশতি " গ্রন্থে ।


২৮। গৌরাঙ্গ কে নিয়ে প্রথম বাৎসল্য রসের পদ কে লেখেন ?


উত্তর:- বাসুদেব ঘোষ ।


২৯। বিদ্যাপতি কে " কবি সার্বভৌম " উপাধি কে দেন ?


উত্তর:- রাজা শিব সিংহ ।


৩০। গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গাওয়া হয়েছিল ?


উত্তর:- খেতুরির মহোৎসব ।

৩১। শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন ?


উত্তর:- ইশ্বরপুরীর কাছে ।


৩২। চৈতন্যদেবের প্রথম শিষ্য কে ?


উত্তর:- তপন মিশ্র ( রঘুনাথ ভট্টের পিতা )


৩৩। বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?


উত্তর:- রাজা শিব সিংহের ।


৩৪। " গৌরাঙ্গ বিজয় " কার লেখা ?


উত্তর:- চূড়ামনি দাসের ।


৩৫। গোবিন্দ দাস কে " কবিরাজ " উপাধি কে দিয়েছিলেন ?


উত্তর:- শ্রীজীব গোস্বামী ।

৩৬। বিদ্যাপতি কোন গ্রন্থে রাজা কীর্তি সিংহের প্রশস্তি রচনা করেছেন ?


উত্তর:- " কীর্তিলতা " গ্রন্থে ।


৩৭। বিদ্যাপতি কোন রাজ বংশের পৃষ্টপোষক ছিলেন ?


উত্তর:- মিথিলার কামেশ্বের বংশের ।


৩৮। গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন ?


উত্তর:- শ্রীনিবাস আর্চার্যের কাছ ।


৩৯। কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্টত্ব অর্জন করেছেন ?


উত্তর:- গৌরচন্দ্রিকা , অভিসার , মান ইত্যাদি ।


৪০। জ্ঞান দাসের জন্ম স্থান কোথায় ?


উত্তর:- বর্ধমান জেলার কাদঁড়া গ্রামে 

৪১। জ্ঞান দাস কার কাছে মন্ত্রশিষ্য ছিলেন ?


উত্তর:- জাহ্নবী দেবীর।


৪২। বলরাম দাস কত খ্রি: জন্ম গ্রহণ করেন ?


উত্তর:- ষোড়শ শতকের প্রথার্ধে। 


৪৩। বলরাম দাস কার শিষ্য ছিলেন ?


উত্তর:- নিত্যনন্দের ।


৪৪। কোন পর্যায়ের পদ রচনায় বলরাম দাস অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন ?


উত্তর:- বাৎসল্য রসের পদ রচনায় ।


৪৫। Cosmic Imagination এর কবি কাকে বলা হয় ?


উত্তর:- বিদ্যাপতি কে ।

৪৬। কে প্রথম বিদ্যাপতির পদ সংকলন করেন ?


উত্তর:- জগবন্ধু ভদ্র ।


৪৭। বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ?


উত্তর:- মিলন , মাথুর , ভাবসম্মিলন , প্রাথনা ইত্যাদি পর্যায়ের পদ রচনায় ।


৪৮। " বুলবুলি " শব্দ টি কে প্রথম ব্যাবহার করেন ?


উত্তর:- ঈশ্বর গুপ্ত ।


৪৯। কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন ?


উত্তর:- প্রাথনা বিষয় পদে ।


৫০। বৈষ্ণব মতে রস কয় প্রকার ও কী কী ?


উত্তর:- পাঁচ প্রকার - শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য , মধুর ।

৫১। শৃঙ্গার রস কয় প্রকার ও কী কী ?


উত্তর:-  দুই প্রকার - ১) বিপ্রলম্ভ শৃঙ্গার ২) সম্ভোগ শৃঙ্গার ।


৫২। পূর্বরাগ কীভাবে উত্তপন্ন হয় ?


উত্তর:- দর্শন ও শ্রবণের মাধ্যমে ।


৫৩। পূর্বরাগ কয় প্রকার ও কী কী ?


উত্তর:- তিন প্রকার - সাধারনী , সমজ্জসা ও সমর্থ ।


৫৪। বৈষ্ণব পদাবলীর নান্দী পাঠ কোন পর্যায় কে বলা হয় ?


উত্তর:-  পূর্বরাগ পর্যায় কে ।


৫৫। কোন বৈষ্ণব কবি কে " পঞ্চোপাশক " বলা হয় ?


উত্তর:-  কবি সার্বভৌম বিদ্যাপতি কে ।

৫৬। জ্ঞান দাস কোন বংশের সন্তান ?


উত্তর:- ব্রামণ বংশের সন্তান ।


৫৭। বৈষ্ণব দের প্রধান দুটি ধর্ম গ্রন্থের নাম লেখো ?


উত্তর:- বিষ্ণুপুরান ও ভাগবত পুরান ।


৫৮। বজ্রবুলী ভাষায় কে প্রথম পদ রচনা করেন ?


উত্তর:- যশরাজ খান ।


৫৯। বৈষ্ণব পদাবলী তে শ্রেষ্ঠা রস কোনটি ?


উত্তর:- মধুর রস ।


৬০। " গৌরচন্দ্রিকা " শব্দের আভিধানিক অর্থ কি ?


উত্তর:- ভূমিকা ।

৬১। " বৈষ্ণব " পদাবলীর " পদ " শব্দ টির অর্থ কি ?


উত্তর:-  " বৈষ্ণব " পদাবলীর " পদ " শব্দ টির অর্থ হল কবিতা বা সঙ্গীত ।


৬২।  " বৈষ্ণব পদাবলীর " প্রথম পদ কর্তা কে ?


উত্তর:-  বৈষ্ণব পদাবলীর প্রথম পদ কর্তা হলেন জয়দেব । রাধা ই প্রেম লীলা অবলম্বনে রচিত তার " গীতগোবিন্দম " কাব্য টি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন ।


৬৩। " বৈষ্ণব  পদাবলী "র প্রধানত কয়টি ভাষায় লেখা ?


উত্তর:- বাংলা ও বজ্রবুলি ।


৬৪। দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম লেখো ?


উত্তর:-  নাসির মামুদ ও আকবর শাহ্ ।


৬৫। বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য ?


উত্তর:- গীতিকাব্য ।

কোন মন্তব্য নেই