এমন পিরীতি কভু দেখি নাহি শুনি পদকার কে ? কোন পর্যায়ের পদ ?
উত্তর:- এই চরণ টি " কবি চণ্ডীদাস " বিরচিত ।
[ ] এটি চণ্ডীদাসের পূর্বরাগ রস পর্যায়ের পদ ।
[ ] কৃষ্ণ কে প্রথম দর্শনেই শ্রী রাধিকার মনে যে ভাগ জেগে ছিল , তার জন্য মনের মাঝে উভয়ের মধ্যে যে একটি অচ্ছেদ্য সম্পর্ক রচিত হয়েছিল , তারই অভিব্যাক্তি শ্রী রাধার এক সখী ( কবি ) অপর আর এক সখীর কাছে ব্যক্ত করছে ।
[ ] বৈষ্ণব শাস্ত্রে রাধাকৃষ্ণের প্রেম " পরকীয়া" অর্থাৎ গোপন প্রেম । সমাজে স্বীকৃতি নেই ফলে এ মিলন ক্ষণ স্থায়ী । তাই আসন্ন বিচ্ছেদের কথা স্মরণ করে সখীরা জাগতিক প্রেমের আলোক রাধা কৃষ্ণকে প্রতিপাদন করতে চেয়েছেন । উভয়েই গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়েও বিচ্ছেদের আশঙ্কায় মর্মাহত । একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েও ভাবছে উভয়ের আধ তিলের জন্য অদর্শন হলেও তা মৃত্যুর নামান্তর । মাছ যেমন জল ছাড়া বাঁচে না । রাধাও তেমন কৃষ্ণ পিরীতি ছাড়া বাঁচতে পারে না ।
কোন মন্তব্য নেই