বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

এমন পিরীতি কভু দেখি নাহি শুনি পদকার কে ? কোন পর্যায়ের পদ ?

 

এমন পিরীতি কভু দেখি নাহি শুনি  পরানে পরানে বান্ধা আপনা আপনি  দুহু করে দুহু কান্দে বিচ্ছেদ ভরিয়া  আধ তিল না দেখিলে যায় যে মরিয়া  পদকার কে কোন পর্যায়ের পদ  কবি মানুষী প্রেম অপেক্ষা এই প্রেমের শ্রেয়তা কীভাবে প্রতিপাদন করেছেন বাংলা অনার্স bengali honours amon priti kovu dekhi nahi shuni


                   প্রশ্নের মান :- ৫/৬


প্রশ্ন: এমন পিরীতি কভু দেখি নাহি শুনি ।

পরানে পরানে বান্ধা আপনা আপনি ।।

দুহু করে দুহু কান্দে বিচ্ছেদ ভরিয়া ।

আধ তিল না দেখিলে যায় যে মরিয়া ।।

পদকার কে ? কোন পর্যায়ের পদ ? কবি মানুষী প্রেম অপেক্ষা এই প্রেমের শ্রেয়তা কীভাবে প্রতিপাদন করেছেন ?



উত্তর:- এই চরণ টি " কবি চণ্ডীদাস " বিরচিত ।

[  ] এটি চণ্ডীদাসের পূর্বরাগ রস পর্যায়ের পদ ।


[  ] কৃষ্ণ কে প্রথম দর্শনেই শ্রী রাধিকার মনে যে ভাগ জেগে ছিল , তার জন্য মনের মাঝে উভয়ের মধ্যে যে একটি অচ্ছেদ্য সম্পর্ক রচিত হয়েছিল , তারই অভিব্যাক্তি শ্রী রাধার এক সখী ( কবি ) অপর আর এক সখীর কাছে ব্যক্ত করছে ।


[  ] বৈষ্ণব শাস্ত্রে রাধাকৃষ্ণের প্রেম " পরকীয়া" অর্থাৎ গোপন প্রেম । সমাজে স্বীকৃতি  নেই ফলে এ মিলন ক্ষণ স্থায়ী । তাই আসন্ন বিচ্ছেদের কথা স্মরণ করে সখীরা জাগতিক প্রেমের আলোক রাধা কৃষ্ণকে প্রতিপাদন করতে চেয়েছেন । উভয়েই গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়েও বিচ্ছেদের আশঙ্কায় মর্মাহত । একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েও ভাবছে উভয়ের আধ তিলের জন্য অদর্শন হলেও তা মৃত্যুর নামান্তর । মাছ যেমন জল ছাড়া বাঁচে না । রাধাও তেমন কৃষ্ণ পিরীতি ছাড়া বাঁচতে পারে না । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন