ভাগবত অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্নের মান - ১/২
১। মধ্য যুগে একটি পুরান অনুবাদ হয়েছিল তার নাম কী ?
উত্তর:- মধ্য যুগে একটি পুরান অনুবাদ হয়েছিল তার নাম হল " শ্রীমদ্ভাগবত "
২। ভাগবতের কিয়দশের প্রথম অনুবাদ কে ?
উত্তর:- ভাগবতের কিয়দশের প্রথম অনুবাদক হলেন মালাধর বসু । ইনি প্রাক চৈত্তন্য যুগের এক বিখ্যাত কবি ।
৩। মালাধর বসু ভাগবতের অনুবাদ করে এদেশে প্রথম কোন মতের সূচনা করেন ?
উত্তর:- মালাধর বসু ভাগবতের অনুবাদ করে এদেশে প্রথম বৈষ্ণব মতের সূচনা করেন ।
৪। প্রধান পুরাণের সংখ্যা ক টি এবং কী কী ?
উত্তর:- প্রধান পুরাণের সংখ্যা আঠারোটি । যথা - ব্রত্মপুরান , পদ্মপুরান , বিষ্ণুপুরান , শিব বা বায়ু পুরান , ভাগবত , নারদীয় , মার্কেন্ডয় , আগ্নেয় , ভবিষ্য বা ভবিষ্যৎ , লিঙ্গ , বরাহ , স্কন্দ , বামন , মৎস , গরুর ।
৫। উপপুরাণের সংখ্যা ক টি ? চারটি উপপুরাণের নাম লেখো ?
উত্তর:- উপপুরাণের সংখ্যা আঠারোটি । চারটি উপপুরাণের নাম হল - আদি পুরান , নরসিংহ পুরান , বায়ু পুরান , শিব পুরান ইত্যাদি ।
৬। ভাগবতের ক টি পর্ব এবং ক টি অধ্যায় ও ক টি শ্লোক আছে ?
উত্তর:- ভাগবতের দ্বাদশ পর্ব , ৩৩২ টি অধ্যায় , ও ১৮,০০০ শ্লোক আছে ।
৭। মালাধর বসু কোন দুই পর্বের অনুবাদ করেন ?
উত্তর:- মালাধর বসু শুধু দুই পর্বের দশম ও একাদশ পর্বের অনুবাদ করেন ।
৮। গৌড়েশর তাকে কোন খেতাব দিয়েছিলেন ?
উত্তর:- গৌড়েশর তাকে " গুঁনরাজ খাই " খেতাব দিয়েছিলেন ।
৯। মালাধর বসু ভাগবতের অনুবাদ করে কী নাম দেন ?
উত্তর:- মালাধর বসু ভাগবতের সরল সংক্ষিপ্ত অনুবাদ করে তার নাম দেন " শ্রীকৃষ্ণবিজয় " বা " শ্রীকৃষ্ণমঙ্গল "।
১০। " শ্রীকৃষ্ণবিজয় " এর ' বিজয় ' কথাটির অর্থ কী ?
উত্তর:- " শ্রীকৃষ্ণবিজয় " এর ' বিজয় ' কথাটির অর্থ মনে করা হয় শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রা বা ' মঙ্গল ' কথা ।
কোন মন্তব্য নেই