প্রশ্নের মান - ১/২
১। কোন সময়ে বাউল গানের উদ্ভব হয় ? দুজন বাউল সাধকের নাম লেখো ?
উত্তর:- অষ্ঠাদশ - উন্নবিংশ শতাব্দীতে বাউল গানের উদ্ভব হয় । দুজন বাউল সাধক হলেন লালন ফকির , পঞ্চ শাহ্
২। সর্ব প্রথম কে বাউল গানের প্রতি আকৃষ্ট হন ? তিনি কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর:- সর্ব প্রথম হরিনাথ মজুমদার বাউল গানের প্রতি আকৃষ্ট হন । তিনি " কাঙাল হরিনাথ " বা " ফিকিরচাঁদ বাউল " নামে আকৃষ্ট হন ।
৩। হরিনাথ মজুমদারের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো ?
উত্তর:- হরিনাথ মজুমদারের জন্ম - ১৮৩৩ খিস্টা: এবং মৃত্যু - ১৮৯৬ খিস্টা:
৪। কারা বাউল নামে পরিচিত ছিলেন ?
উত্তর :- অষ্ঠাদশ - উন্নবিংশ শতাব্দীতে একদল রহস্য বাদী সাধক ছিলেন , যাঁরা অনেকগুলি আধ্যাত্ম সঙ্গীত রচনা করেছিলেন তাদের বাউল বলা হয় ।
৫। রবীন্দ্র ছাড়া আধুনিক কালে আর কে কে বাউল গান প্রকাশ করেছেন ?
উত্তর :- রবীন্দ্র ছাড়া আধুনিক কালে যারা বাউল গান প্রকাশ করেছেন তাঁর হলেন - পণ্ডিত ক্ষিতি মোহন শাস্ত্রী , অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দিন সাহেব প্রমুখ ।
৬। কে বাউল গান কে দেশ - বিদেশে সর্বাধিক জনপ্রিয় করে তুলেছেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর ।
৭। " বাউল " শব্দটি কোথা থেকে এসেছে ? এর অর্থ কি ?
উত্তর :- " বাউল " শব্দটি ' বাতুল ' বা ' বাকুল ' থেকে এসেছে ' বাউল ' শব্দটি । যাঁর অর্থ - যাঁরা ঈস্বরের একান্ত সেবক ।
৮। বর্তমানে বাউলদের বিরাট সম্মেলন কোথায় হয় ?
উত্তর :- জয়দেবের পিঠস্থান অজয়নদের তীরে অবস্থিত কেন্দ্রবিলম্ব বা কেঁদুলী গ্রামে জয়দেবের মেলা উপলক্ষে বর্তমানে বাউলদের বিরাট সম্মেলন হয়ে থেকে ।
৯। পঞ্চ শাহ্ - এর লেখা একটি গানের উদহারন দাও
উত্তর :- পঞ্চ শাহ্ - এর লেখা একটি গান হল
" শুধু কি আল্লা বলে ডাকলে তারে পাবি ওরে মন - পাগেলা । "
১০। বর্তমানে কোথায় কোথায় আধুনিক বাউল গান গাওয়া হয় ?
উত্তর :- বর্তমানে কেঁদুলী , প্রেমতলী , বনচারির বাগান এবং বর্ধমান ও বীরভূমের বাউল আখড়ায় আধুনিক বাউল গান গীত হয় ।
১১। উন্নবিংশো ও বিংশ শতাব্দীর কয়েক জন বাউল সাধকের নাম লেখো ?
উত্তর :- উন্নবিংশো ও বিংশ শতাব্দীর কয়েক জন বাউল সাধকের নাম হল - গোঁসাই , গোঁসাই গোপালে , চণ্ডীদাস গোঁসাই , এর ফলে শাহ্ প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন