নাথসাধক দের সাধক বিশ্বাসের মূল কথা গুলি উল্লেখ করো প্রশ্নোত্তর
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: নাথসাধক দের সাধক বিশ্বাসের মূল কথা গুলি উল্লেখ করো ।
উত্তর:- নাথসাধক সম্প্রদায় বাংলাদেশের সাধনক্ষেত্রে একটি অতি প্রাচীন শাখা । এরা মূলত শৈব কায়াসাধক । দশম শতাব্দীর দিকে তাদের বিশেষ প্রভাব দেখা যায় । এদের ধর্মকর্ম ও আচার আচরণকে কেন্দ্র করে অনেক ছড়া পাঁচালী , লোকগীতি , আখ্যান কাব্য পাওয়া গেছে , সাহিত্যের ইতিহাসের যা অসামান্য ভূমিকা পালন করেছে । তাদের সাধন বিশ্বাসের মূল কথা গুলি সুত্রাকারে বলা হল -
প্রথমত : সব সহজ সাধকের ন্যায় তারাও প্রচলিত বেদ বিধিসম্মত পূজা রীতি , আচার আরণে বিশ্বাসী নন ।
দ্বিতীয়ত : সিদ্ধাই লাভ করলে সর্ব বিধি অলৌকিক ক্ষমতার অধিকার জন্মায় এই বিশ্বাস তাদের রচনায় পরিস্ফুট ।
তৃতীয়ত : তাদের সাধন লক্ষ্য দ্বিবিধ একটি চরম লক্ষ্য বা পরামুক্তি , অপরটি সাম্প্রতিক লক্ষ্য বা জীবন মুক্তি অর্থাৎ দেহের মধ্যে থেকেই মুক্তি । জীবন মুক্তির মধ্য দিয়েই পরা মুক্তি সম্ভব । জীবন মুক্ত সাধক সর্ব বিধি কামনা বাসনা কে জয় করেন , মৃত্যু তার কাছে পরাভূত । সর্ব বিধ সিদ্ধির তিনি অধীশ্বর । এই অবস্থার মধ্য দিয়েই তিনি শিব বিলীন হন ।
চতুর্থ : তাদের সাধন পথের প্রধান বাঁধা রমণী । কারণ দেহস্থ রস শোষণ করেই নাথেরা জীবন মুক্ত হন । নারী সেই দেহরস অপচয়ের কারণ ।
পঞ্চমত : দেহরস আত্মীকরণের যৌগিক পদ্ধতি সম্পর্কে গুহ্য রীতি ও গুরুবাদ অনুসরণ করা হত । তবে তান্ত্রিক কায়া সাধনের সঙ্গে এর কিছু সাদৃশ্য অবশ্য।আছে ।
উপরোক্ত এই সূত্র গুলি তাদের সাধন বিশ্বাসের মূল কথা । এরা সাধন প্রক্রিয়ার দ্বারা মোক্ষ লাভ করতেন ।
কোন মন্তব্য নেই