মহুয়া পালা সংক্ষিপ্ত টিকা প্রশ্নোত্তর
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: মহুয়া পালা সংক্ষিপ্ত টিকা ।
উত্তর:- মহুয়া পালা টি লিখেছেন কবি দ্বিজ কানাই । নায়িকা মহুয়া , নায়ক নদের চাঁদ । হুমরা বেদের কোন সন্তান ছিল না । সে এক রাতে এক বৃদ্ধ ব্রাহ্মণের দু মাসের শিশু কন্যা কে চুরি করে আনে ও স্ত্রীর কাছে দেয় । এই শিশু কন্যা মহুয়া কে বেদেরা তাদের খেলা শেখায় । কিন্তু অপূর্ব সুন্দরী মহুয়াকে লোকে দেখতেই আসে , খেলা দেখতে নয় । পরে বেদেরা এক জমিদার বাড়িতে খেলা দেখাতে গেলে জমিদারের ছেলের সুন্দর রূপবান যুবক নদের চাঁদ মুগ্ধ হয়ে মহুয়া কে দেখে । মহুয়াও মুগ্ধ হয় । নদের চাঁদ তাদের গ্রাসে বেদে দের থাকার ব্যবস্থা করে । নদের চাঁদ ধীরে ধীরে মহুয়াকে গভীর ভালোবেসে ফেলে । একদিন জলের ঘাটে ক্রন্দনরতা মহুয়া কে দেখে নদের চাঁদ বলে - তোমার মত নারী পাইলে করতাম আমি " বিয়া " । একসময় মহুয়া চলে যায় । নদের চাঁদ মহুয়াকে খুঁজতে বেরোয় । অবশেষে মহুয়াকে খুঁজে পায় নদের চাঁদ । কিন্তু তাদের মিলন সম্ভব হয় না । মহুয়া নিজের বুকে ছুরি মারে , অন্যরা নদের চাঁদ কে ছুরিকা বিদ্ধ করে । দুজনেরই মৃত্যু হয় । মহুয়া পালাটি এখানেই শেষ হয় ।
Ei Pala theke jadi men men charitra gulo den to valo hay
উত্তরমুছুন