রবিবার, ২৩ মে, ২০২১

ময়মনসিংহ গীতিকা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

ময়মনসিংহ গীতিকা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স প্রশ্ন উত্তর bengali Honours moymonsingh gitika oti sonkhipto questions answer



                   প্রশ্নের মান - ১/২


১। গাথা বা গীতিকা কয় প্রকার ও কি কি ?


উত্তর:- গাথা বা গীতিকা দুই প্রকার । 


ক) ময়মনসিংহ গীতিকা ।


খ) পূর্ববঙ্গ গীতিকা ।



২। গীতিকা কাকে বলে ?


উত্তর:- সাধারণ ভাবে Balled এর বাংলা প্রতিশব্দ হল গাথা বা গীতিকা । প্রাচীণ কালে নৃত্য সহযোগে যে কবিতা গীত হত তাকেই গীতিকা বলা হয় । 



৩। " ময়মনসিংহ গীতিকা " কী ?


উত্তর:- বিশ শতকের সূচনা লগ্নে বাংলাদেশের ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি পালা আবিষ্কৃত হয় । সেই পালা গুলি ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত হয় ।



৪। পূর্ববঙ্গ গীতিকা কি ?


উত্তর:- বিশ শতকের বাংলাদেশে অর্থাৎ পূর্ববঙ্গে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু পালা বা গীতিকা আবিষ্কার করা হয় যা পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয় ।



৫। ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা গুলি উদ্ধার করেন কে ?


উত্তর:- ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা গুলি উদ্ধার করেন দীনেশচন্দ্র সেন ।


৬। ময়মনসিংহ গীতিকা পালা গুলি প্রথম কোথায় প্রকাশিত হয় ?


উত্তর:- ময়মনসিংহ গীতিকা পালা গুলি ১৯১২ - ১৪ খ্রি: ময়মনসিংহ জেলায় কেদারনাথ মজুমদার সম্পাদিত " সৌরভ " পত্রিকায় চন্দ্র কুমার দে নামক জনৈক ব্যক্তি কয়েকটি পালা গান প্রকাশ করেন ।



৭। " সৌরভ " পত্রিকায় প্রকাশিত দুটি পালার নাম লেখো ?


উত্তর:- সৌরভ  পত্রিকায় প্রকাশিত দুটি পালার নাম লেখো - দস্যু কেনারামের পালা , কবি কংকের বিদ্যাসুন্দর ।



৮। " ময়মনসিংহ গীতিকা " র পালা গুলি কার উদ্যেগে সংগৃহীত হয় ? এর অন্তগর্ত দুটি পালার নাম লেখো ?


উত্তর:- ময়মনসিংহ গীতিকার পালা গুলি চন্দ্র কুমার দে র উদ্যোগে সংগৃহীত হয় । এর অন্তর্গত দুটি পালার নাম হল - মহুয়া পালা ও মলুয়া পালা ।



৯। ময়মনসিংহ গীতিকার কয়েকজন পালা সংগ্রাহকের নাম লেখো ?


উত্তর:- ময়মনসিংহ গীতিকার কয়েকজন পালা সংগ্রাহকের নাম হল - চন্দ্র কুমার দে , বিহারীলাল সরকার , আশুতোষ চৌধুরী , নগেন্দ্র চন্দ্র দে প্রমুখ ।



১০। মহুয়া ও মলুয়া পালার পালাকার কে ?


উত্তর:- মহুয়া পালার পালাকার অজ্ঞাত তবে কেউ কেউ চন্দ্রবতীর নাম করেছেন ।

1 টি মন্তব্য:

  1. মালুয়া পালার পালাকার অজ্ঞাত ও মহুয়া পালার পালাকার দ্বিজকানাই ।

    উত্তরমুছুন