Breaking News

লালন ফকির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাউল গানে লালন ফকির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাংলা অনার্স baul gaane lalon fokirer oti songkhipto questions answer



১। লালন ফকিরের বাউল গানের প্রতি কে আকৃষ্ট হয়েছিলেন ? তখন তাঁর অবস্থান কোথায় ছিল ?


উত্তর :- পালন ফকিরের বাউল গানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তখন তিনি শিহালদহে  অবস্থান করছিলেন ।



২। লালন ফকির কবে কোথায় জন্মগ্রহণ করেন ?


উত্তর :- আনুমানিক ১৭৭৫ খ্রি : অব্দের কাছাকাছি সময়ে কুষ্টিয়ার কুমারখালী গ্রামের নিকট ভাররা গ্রামে হিন্দু কায়স্থ বংশে লালন ফকিরের জন্ম হয় ।


৩। লালন ফকির কোন ধর্ম গ্রহন করেছিলেন ? কেন ?


উত্তর :- লালন ফকির ফকিরি ধর্ম গ্রহন করেছিলেন । কারণ , বিবাহের পর তিনি তীর্থ যাত্রায় বেরিয়ে মুমূর্ষ অবস্থায় পথি মধ্যে পরিত্যক্ত হন । পরে এক নিষ্ঠাবান মুসলমান দম্পতি তাকে বাঁচিয়ে তোলেন । দেশে ফিরলে তার সামনে হিন্দু সমাজের দ্বার রুদ্ধ হয়ে গেল , তখন তিনি ফকিরি ধর্ম গ্রহন করেন ।


৪। লালন ফকিরের শিষ্যরা কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন ?

উত্তর :- লালন ফকিরের শিষ্যরা অনেকেই মুসলমান মোমিন সম্প্রদায় ভুক্ত । তাছাড়াও হিন্দু শিষ্যও ছিল অনেক ।

 

৫। লালন ফকির রচিত পদগুলির মধ্যে একটি উদাহরণ দাও ?


উত্তর:- লালন ফকির রচিত একটি পদ হল -


" ও গৌরের প্রেম রাখিতে সামান্য কি পারবি তোমরা ।।


কুলশিল ত্যাগ করিয়ে হতে হবে জান্ত্তে মরা ।।"



৬। লালন ফকির ছাড়া আর একজন মুসলমান বাউলের নাম লেখো ?


উত্তর :-লালন ফকির ছাড়া আর একজন মুসলমান বাউল হলেন পঞ্চ শাহ্ ।


৭। লালন ফকির কিসে অভিজ্ঞ ছিলেন ?


উত্তর:- লালন ফকির ইসলামী অধ্যাত্ম শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন ।


 

কোন মন্তব্য নেই