মঙ্গলবার, ৪ মে, ২০২১

লালন ফকির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাউল গানে লালন ফকির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাংলা অনার্স baul gaane lalon fokirer oti songkhipto questions answer


                     প্রশ্নের মান - ১/২


১। লালন ফকিরের বাউল গানের প্রতি কে আকৃষ্ট হয়েছিলেন ? তখন তাঁর অবস্থান কোথায় ছিল ?


উত্তর :- পালন ফকিরের বাউল গানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তখন তিনি শিহালদহে  অবস্থান করছিলেন ।



২। লালন ফকির কবে কোথায় জন্মগ্রহণ করেন ?


উত্তর :- আনুমানিক ১৭৭৫ খ্রি : অব্দের কাছাকাছি সময়ে কুষ্টিয়ার কুমারখালী গ্রামের নিকট ভাররা গ্রামে হিন্দু কায়স্থ বংশে লালন ফকিরের জন্ম হয় ।


৩। লালন ফকির কোন ধর্ম গ্রহন করেছিলেন ? কেন ?


উত্তর :- লালন ফকির ফকিরি ধর্ম গ্রহন করেছিলেন । কারণ , বিবাহের পর তিনি তীর্থ যাত্রায় বেরিয়ে মুমূর্ষ অবস্থায় পথি মধ্যে পরিত্যক্ত হন । পরে এক নিষ্ঠাবান মুসলমান দম্পতি তাকে বাঁচিয়ে তোলেন । দেশে ফিরলে তার সামনে হিন্দু সমাজের দ্বার রুদ্ধ হয়ে গেল , তখন তিনি ফকিরি ধর্ম গ্রহন করেন ।


৪। লালন ফকিরের শিষ্যরা কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন ?

উত্তর :- লালন ফকিরের শিষ্যরা অনেকেই মুসলমান মোমিন সম্প্রদায় ভুক্ত । তাছাড়াও হিন্দু শিষ্যও ছিল অনেক ।


৫। লালন ফকির রচিত পদগুলির মধ্যে একটি উদাহরণ দাও ?


উত্তর:- লালন ফকির রচিত একটি পদ হল -


" ও গৌরের প্রেম রাখিতে সামান্য কি পারবি তোমরা ।।


কুলশিল ত্যাগ করিয়ে হতে হবে জান্ত্তে মরা ।।"



৬। লালন ফকির ছাড়া আর একজন মুসলমান বাউলের নাম লেখো ?


উত্তর :-লালন ফকির ছাড়া আর একজন মুসলমান বাউল হলেন পঞ্চ শাহ্ ।


৭। লালন ফকির কিসে অভিজ্ঞ ছিলেন ?


উত্তর:- লালন ফকির ইসলামী অধ্যাত্ম শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন