রবিবার, ৯ মে, ২০২১

চর্যাপদ বা চর্চাগীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

চর্যাপদ বা চর্চাগীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স প্রশ্ন উত্তর chorjapod oti songkhipto questions answers

 



                    প্রশ্নের মান - ১/২



১। চর্যার গানগুলি কোন ভাষায় লেখা হয়েছিল ?


উত্তর:- প্রাচীন বাংলা


২। মুনি দত্তের টিকার নাম কি ?


উত্তর:- নির্মলগিরা টিকা


৩। মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত গ্রন্থ টির নাম কী ?


উত্তর:- আবিষ্কারের সময় তিনি মনে করেছিলেন পুঁথির নাম চর্যাচর্যবিনিশ্চয় । পড়ে প্রকাশের সময় নাম দেন চয্যচর্যবিনিশ্চয় । তবে নেপালে যখন রক্ষিত ছিল তখন পুঁথির প্রথম  সম্মুখ পৃষ্ঠায় নাগরী হরফে লেখা ছিল  " চয্যচয্য টিকা " ।


৪। " নগর বাহিরি ডম্ভি তোহোর কুড়িআ " কার লেখা পদ ?


উত্তর:- কাহু পাদের


৫। " জে জে আইলা তে তে গেলা " কে লিখেছেন ?


উত্তর:- কাহু পাদ 

৬। " হাউ নিরাসী খমন ভতারি " - কার লেখা পদ ?


উত্তর:- কুক্কুরি পাদের


৭। সমগ্র পূর্ব ভারতের আদি বাংলা ভাষার প্রথম গ্রন্থ কোনটি ?


উত্তর:- সমগ্র পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ চর্যাচর্যবিনিশ্চয় । 


৮। মুনি দত্তের টিকার রচনাকাল কত ?


উত্তর:- মুনি দত্তের টিকার রচনাকাল দশম - দ্বাদশ শতাব্দী ।


৯। চর্যাপদে মোট কয়টি পদের সন্ধান পাওয়া যায় ?


উত্তর:- চর্যাপদে মোট পঞ্চাশটি পদের সন্ধান পাওয়া যায় ।


১০। চর্যাগীতি তে কতজন পদকর্তার নাম পাওয়া যায় ? কয়েক জনের নাম উল্লেখ করো ।


উত্তর:- চর্যাগীতি তে চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া । কয়েকজন পদকর্তার নাম - সিদ্ধাচার্য  লুইপাদ , ভুসুকপাদ , কাহুপাদ , সরহপাদ , শান্তিপাদ ও শবরপাদ প্রমুখ ।

১১। চর্যাপদের পদকারদের মধ্যে কার পদ সর্বাপেক্ষা বেশী ? তার পদ সংখ্যা কত ?


উত্তর:-  চর্যাপদের পদকারদের মধ্যে কাহুপাদের পদ সর্বাপেক্ষা বেশী । তার পদের সংখ্যা ১৩ টি ।


১২। চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন ?


উত্তর:- মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ খ্রিস্ট : নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন ।


১৩। " নব চর্যাপদ "। - এ পদের সংখ্যা কত ?


উত্তর:- " নব চর্যাপদ " - এ পদের সংখ্যা সাড়ে চ্ছেচল্লিশ টি ।


১৪। চর্যাপদের ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেন কোন গ্রন্থের মাধ্যমে ?


উত্তর:- সুনীতিকুমার চট্টোপাধ্যায় Origin and Development of Bengali Language  নামক গ্রন্থে প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন