বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

চর্যায় ধর্মমত আলোচনা করো প্রশ্নোত্তর

 

চর্যায় ধর্মমত আলোচনা করো প্রশ্নোত্তর বাংলা অনার্স chorjay dhormomot alochona koro bengali honours


                    প্রশ্নের মান - ৫/৬


প্রশ্ন : চর্যায় ধর্মমত আলোচনা করো ।

উত্তর:- চর্যাপদে একদিকে যেমন আচার সর্বস্ব বৈদিক ধর্মাচরনের প্রতি বিদ্রুপ এবং অবিশ্বাস প্রকাশিত , অন্যদিকে তেমনি আবার তান্ত্রিক দেহবাদের প্রতিও প্রচ্ছন্ন এবং প্রকাশ্য আস্থা জ্ঞাপনের কোনও বাঁধা ছিল না । বৌদ্ধ ধর্মের বিভিন্ন " যান " এর প্রতি কোনও না কোনও ভাবে সমর্থন জানানো হয়েছে । তবে চর্যাপদ কোনোভাবেই আচার সর্বস্ব হিন্দু ধর্মকে পুরোপুরি স্বীকার করেনি।  সিদ্ধাচার্যরা সকলেই মোটামুটি বৌদ্ধ তান্ত্রিক ধর্ম প্রদর্শিত আচার আচরণ , পথ ও সাধনাকেই জীবন চর্যা হিসেবেই গ্রহন করতেন এবং সেই অনুযায়ী জীবনকেই পরিচালিত করতেন - তফাৎ শুধু  " যান " নিয়ে । কোনও কোনও ক্ষেত্রে হিন্দুতান্ত্রিক দেহবাদের যে পরিচয় আছে সেটা এসেছে প্রধানত সামাজিক কারণে , হিন্দু বৌদ্ধ আদর্শের পারস্পরিক সমন্ধয়ের ফলে । নতুন করে হিন্দুত্বতান্ত্রিক দেহবাদের প্রতি সমর্থন সিদ্ধাচার্যরা জানাননি । চর্যাপদ রচনার অনেক পূর্বেই সে সমন্ধয় হয়েছে এবং সেই সমন্ধয়ের ফলে বৌদ্ধ তান্ত্রিক ধর্মের মধ্যে একটা দেহবাদী আলাদা " যান " ই সৃষ্টি হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন