শনিবার, ১৫ মে, ২০২১

শ্রীকৃষ্ণকীর্তন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

শ্রীকৃষ্ণকীর্তন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স bengali honours Sri Krishna kirton oti songkhipto questions answer


                 প্রশ্নের মান - ১/২



১। প্রাক চৈতন্যেযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কোনটি ?


উত্তর:- প্রাক চৈতন্যেযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য হল - বড়ু চণ্ডীদাসের " শ্রীকৃষ্ণকীর্তন " ।

২। " শ্রীকৃষ্ণকীর্তন " কাব্যটি কীভাবে আবিষ্কৃত হয় ?


উত্তর:- প্রাচীন বাংলা সাহিত্যের জহুরী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয় ১৪১৬ বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্য গ্রাম থেকে " শ্রীকৃষ্ণকীর্তন " নামে কৃষ্ণলীলা বিষয়ক একখানি প্রাচীন পুঁথি আবিষ্কার করেন ।


৩। " শ্রীকৃষ্ণকীর্তন " যে আদি মধ্য যুগের নিদর্শন একটি কে কোন গ্রন্থে বলেছেন ?


উত্তর:- সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার ODBL  গ্রন্থে বলেছেন । 


৪। " শ্রীকৃষ্ণকীর্তন " কাব্যের মোট ক টি খন্ড বা অধ্যায় আছে ?


উত্তর:- " শ্রীকৃষ্ণকীর্তন " কাব্যের মোট তেরোটি খন্ড বা অধ্যায় আছে । যথা - জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড , ভার খন্ড প্রভৃতি ।


৫। " শ্রীকৃষ্ণকীর্তন " কাব্যের শেষ খন্ডটির নাম কী ?


উত্তর:- " শ্রীকৃষ্ণকীর্তন " কাব্যের শেষ খন্ডটির নাম " রাধাবিরহ " । 


৬। বাংলার প্রথম প্রনয়লিলা বা কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কোনটি ?


উত্তর:- বাংলার প্রথম প্রনয়লিলা বা কৃষ্ণলীলা বিষয়ক কাব্য হল " শ্রীকৃষ্ণকীর্তন " ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন