Breaking News

হৃদয় রাস মন্দিরে দাড়াও মা ত্রিভঙ্গ হয়ে প্রশ্নোত্তর

 

হৃদয় রাস মন্দিরে দাড়াও মা ত্রিভঙ্গ হয়ে কবি পর্যায় তাৎপর্য বাংলা অনার্স প্রশ্নোত্তর Bengali honours shakto podaboli hridoy ras mondire darao ma trivongo


উত্তর :- নবাই ময়রা ।


[    ] ভক্তের আকুতি ।


[     ] কবি কল্পনায় পদটিতে মা তারা কে কৃষ্ণ রূপে কল্পনা করা হয়েছে । এই মন মন্দিরে ত্রিভঙ্গ হয়ে শ্রীরাধাকে বামে লয়ে একটিবার দাড়াতে বলা হচ্ছে। কার গলায় পরাবে বনফুলের মালা । মায়ের কালী রুপ ছেড়ে কালা সাজতে অনুরোধ করা হচ্ছে । তাই হাতের অসি ত্যাগ করে অবিলম্বে মা হাতে মোহ বাঁশি নিয়ে ভক্তের বাসনা পূর্ন করেন । 

 

কোন মন্তব্য নেই