শুক্রবার, ৪ জুন, ২০২১

রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য বিশ্লেষণ করো ।

 

রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য বিশ্লেষণ করো বাংলা বৈষ্ণব পদাবলী প্রশ্নোত্তর ruper pathare ankhi kobi porjay tatporjo Bengali honours questions answer

   

                         প্রশ্নের মান :- ৫/৬


প্রশ্ন:  রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল ।

যৌবনের বনে মন হারাইয়া গেল ।।

কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য বিশ্লেষণ করো । 


উত্তর:- জ্ঞানদাস ।

[    ] পূর্বরাগ ।


[    ] শ্রীমতি গিয়েছিলেন কদম্বতলে সেখানে গিয়ে কৃষ্ণের দর্শন পাবার পর থেকে তার মনে পুনঃ কৃষ্ণ দর্শনের আর্তি জেগেছে । দর্শন মাত্র কৃষ্ণ শ্রীমতির মন প্রাণ হরণ করেছেন । শ্রী কৃষ্ণের রুপ সাগরে রাধার আঁখি ডুবে মরেছে আর কৃষ্ণের যৌবন বনে বিচরণ করতে রাধার মনমৃগ পথ হারিয়ে ফেলেছে । কৃষ্ণ মলন কামনায় উথাল পাথাল করছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন