মত্ত দাদুরি কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?
উত্তর :- বিদ্যাপতি ।
[ ] মাথুর ।
[ ] ঘোর বর্ষার দিনে প্রিয় সমাগমের জন্য বিরোহিনি নারীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে । কিন্তু রাধিকার প্রাণ প্রিয় শ্রীকৃষ্ণ মথুরায় প্রবাসী কাজেই প্রিয় মিলনের কোনোও সম্ভবনা নেই । একদিকে বর্ষার আগমনে দাদুরী আর ডাহুকির উল্লাসের সীমা নেই তারা তাদের প্রিয় জনকে আহ্বান জানাচ্ছে । তাদের এই আহ্বান রাধার হৃদয় তার বেদনাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে । ওরা প্রিয়র সান্নিধ্য লাভ করবে , আর রাধাই শুধু বিরহ তাপিত বক্ষে কালযাপন করবে - ভাবতে গিয়ে রাধার হৃদয় দীর্ণ হয়ে যাচ্ছে ।
কোন মন্তব্য নেই