রবিবার, ৬ জুন, ২০২১

মত্ত দাদুরি কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?

মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাওত ছাতিয়া কবি কে কোন পর্যায়ের পদ তাৎপর্য কি বাংলা অনার্স বৈষ্ণব পদাবলী প্রশ্নোত্তর  bengali honours motto daduri dake dahuki fati jaoyt chatiya kobi ke kon porjayer pod tatporjo ki

                  প্রশ্নের মান :- ৫/৬


প্রশ্ন:  মত্ত দাদুরি                  ডাকে ডাহুকি

               ফাটি যাওত ছাতিয়া 

কবি কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?



উত্তর:- বিদ্যাপতি ।

[    ]  মাথুর ।


[      ] ঘোর বর্ষার দিনে প্রিয় সমাগমের জন্য বিরোহিনি নারীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে । কিন্তু রাধিকার প্রাণ প্রিয় শ্রীকৃষ্ণ মথুরায় প্রবাসী কাজেই প্রিয় মিলনের কোনোও সম্ভবনা নেই । একদিকে বর্ষার আগমনে দাদুরী আর ডাহুকির উল্লাসের সীমা নেই তারা তাদের প্রিয় জনকে আহ্বান জানাচ্ছে । তাদের এই আহ্বান রাধার হৃদয় তার বেদনাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে । ওরা প্রিয়র সান্নিধ্য লাভ করবে , আর রাধাই শুধু বিরহ তাপিত বক্ষে কালযাপন করবে - ভাবতে গিয়ে রাধার হৃদয় দীর্ণ হয়ে যাচ্ছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন