অভিনব হেম কল্পতরু সঞ্চরু কবি কে ? কোন পর্যায়ের ? তাৎপর্য কি ?
প্রশ্ন: অভিনব হেম কল্পতরু সঞ্চরু
সুরধুনির তীরে উজোর ।
কবি কে ? কোন পর্যায়ের ? তাৎপর্য কি ?
উত্তর:- গোবিন্দ দাস ।
[ ] গৌরাঙ্গ
[ ] সাক্ষাৎ দর্শন থেকে বঞ্চিত হলেও কল্পনার দৃষ্টিতে কবি গৌরাঙ্গদেবের রূপ নির্মাণ করেছেন । তিনি মানস নেত্রে দেখেছেন হেম নির্মিত চলমান কল্প বৃক্ষ রূপে শ্রীগৌরাঙ্গ সুরধুনীর তীরে আলোক দান করেছেন।। কবি কল্পনায় এ খানে যেন গৌড়কান্তি গৌর কিশোরের আসল স্বরূপ ধরা পড়েছে । সর্ণ কান্তি গৌর সুন্দর কে দেখে যেতে কারো এটিকে প্রকৃত বৃক্ষ বলে ভ্রম না হয় তার জন্য কবি শ্রীচৈতন্যর চলমান জীবন্ত রুপ টিকে ফুটিয়ে তুলেছেন এবং তার দেহে কান্তি তে সুরধুনির তীরও উজ্জ্বল হয়ে উঠেছে ।
কোন মন্তব্য নেই