নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে ? নটবর কাকে বলা হয় ? গৌরকিশোর কে নটবর বলা হল কেন
প্রশ্নের মান :- ৫/৬
প্রশ্ন: " নটবর গৌরকিশোর " কাকে বলা হয়েছে ? নটবর কাকে বলা হয় ? গৌরকিশোর কে নটবর বলা হল কেন ?
উত্তর:- গৌরাঙ্গ কে নটবর বলা হয়েছে । তার দেহের ঘর্ম মধুর মত বিন্দু বিন্দু ক্ষরিত হচ্ছে । আর তা থেকে কদম্বের মত ভাবরাজি বিকশিত হচ্ছে । তার রূপের বর্ণনায় কবি গোবিন্দ দাস নতবরের সঙ্গে তুলনা করে গৌরাঙ্গ কে নটবর গৌর কিশোর বলেছেন ।
Tripti
উত্তরমুছুন