রবিবার, ১১ জুলাই, ২০২১

হে তেজস্বী , শীঘ্র আসি কহ মোরে শুনি " ব্যাখ্যা করো

 

বাংলা অনার্স হে তেজস্বী শীঘ্র আসি কহ মোরে শুনি ব্যাখ্যা করো bangla honours he tejoswi shigro aasi koho more shuni bakkha koro



                   প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন : " হে তেজস্বী , শীঘ্র আসি কহ মোরে শুনি " ব্যাখ্যা করো ।

উত্তর :- এই পত্র কাব্যটি মূলত বর্ণনাধর্মী , এতে অন্যান্য পত্রের মতন খুব বেশি নাটকীয়তা নেই , প্রেম পত্রের যে স্বাভাবিক সহজ সরল আবেদন তা এই পত্রটিতে আগাগোড়াই রক্ষিত হয়েছে । এ চিঠিতে জটিলতা , মনস্তাত্বিক দ্বন্দ্বের অবকাশ কম , তাই তা সহজেই পাঠক হৃদয় কে স্পর্শ করে । নাটকীয়তা স্বল্প পরিমাণে থাকলেও একাব্যের সংলাপে কোথাও কোথাও নাটকীয়তা আনয়নের জন্য সম্বোধন সূচক বাক্যের ব্যবহার রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন