Breaking News

কে তুমি , বিজন বনে ভ্রম হে একাকী , বিভূতি ভূষিত অঙ্গ ? কি কৌতুকে , কহ , বৈশানর , লুকাইচ্ছ ভম্মের মাঝারে ? মেঘের আড়ালে যেন পূর্নশশী আজি ?" তাৎপর্য লেখো ?

 

বাংলা অনার্স কে তুমি বিজন বনে ভ্রম হে একাকী বিভূতি ভূষিত অঙ্গ কি কৌতুকে কহ  বৈশানর লুকাইচ্ছ ভম্মের মাঝারে মেঘের আড়ালে যেন পূর্নশশী আজি তাৎপর্য লেখো bangla honours ke tumi bijon bone vrom he akaki bivuti vushito ongo ki koutuke koho questions answer


                     প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন: " কে তুমি , বিজন বনে ভ্রম হে একাকী ,

বিভূতি ভূষিত অঙ্গ ? কি কৌতুকে , কহ , 

বৈশানর , লুকাইচ্ছ ভম্মের মাঝারে ?

মেঘের আড়ালে যেন পূর্নশশী আজি ?" তাৎপর্য লেখো ?

উত্তর:- বনবাসী লক্ষণের পরিচয় শূপর্নখা জানত না । তাই পত্রিকার সূচনাতে হয়েছে তার সবিশেষ পরিচয় জানবার কৌতূহল । প্রশ্ন বাক্যে দিয়ে পত্রটি শুরু হয়েছে যা পত্রটি কে প্রথম থেকেই চমৎকার নাটকীয়তা দান করেছে । প্রথম স্তবকে দেখি দুটি প্রশ্ন বাচক সর্বনাম " কে " ও " কি " এর ব্যবহার । ২য় চরণে " কি কৌতুক কই " অংশটি " ক " এর অনুপ্রাস ঘটায় সুন্দর শ্রুতিমাধুর্য্য সৃষ্টি হয়েছে । আর শুরুতেই কবি লক্ষণের অপূর্ব রুপ লাবণ্যর উৎকর্ষ বোঝাতে এনেছেন চমৎকার উপমা " মেঘের আড়ালে যেন পূর্ণশশী আজি ।"


কোন মন্তব্য নেই