প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: " কে তুমি , বিজন বনে ভ্রম হে একাকী ,
বিভূতি ভূষিত অঙ্গ ? কি কৌতুকে , কহ ,
বৈশানর , লুকাইচ্ছ ভম্মের মাঝারে ?
মেঘের আড়ালে যেন পূর্নশশী আজি ?" তাৎপর্য লেখো ?
উত্তর:- বনবাসী লক্ষণের পরিচয় শূপর্নখা জানত না । তাই পত্রিকার সূচনাতে হয়েছে তার সবিশেষ পরিচয় জানবার কৌতূহল । প্রশ্ন বাক্যে দিয়ে পত্রটি শুরু হয়েছে যা পত্রটি কে প্রথম থেকেই চমৎকার নাটকীয়তা দান করেছে । প্রথম স্তবকে দেখি দুটি প্রশ্ন বাচক সর্বনাম " কে " ও " কি " এর ব্যবহার । ২য় চরণে " কি কৌতুক কই " অংশটি " ক " এর অনুপ্রাস ঘটায় সুন্দর শ্রুতিমাধুর্য্য সৃষ্টি হয়েছে । আর শুরুতেই কবি লক্ষণের অপূর্ব রুপ লাবণ্যর উৎকর্ষ বোঝাতে এনেছেন চমৎকার উপমা " মেঘের আড়ালে যেন পূর্ণশশী আজি ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন