এ বেশ ভূষণ ত্যাজি উদাসীনী বেশে সাজি , পুঁজি , উদাসীন , পাদ পদ্ম তব !" তাৎপর্য লেখো ।
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন : " এ বেশ ভূষণ ত্যাজি উদাসীনী বেশে
সাজি , পুঁজি , উদাসীন , পাদ পদ্ম তব !" তাৎপর্য লেখো ।
উত্তর:- পঞ্চম স্তবকে হটাৎ দেখি কিছু বিপরীত সুর এ অংশ শূপর্নখার। কণ্ঠে ধ্বনিত হয় । চতুর্থ স্তবক পর্যন্ত যে রাজকীয় বৈভবের জীবনযাপনের বর্ণনা শূপর্নখার কণ্ঠে শোনা গেছিল তা এই স্তবকে এসে বাঁক পরিবর্তন করে । রাজ পরিবারের কন্যা হওয়ায় জীবনে কখনোও তাকে কৃচ্ছ সাধন করতে হয়নি । কিন্তু অরণ্যবাসী সন্ন্যাসী বেশধারী লক্ষণের। প্রতি তাঁর প্রেমনিষ্ঠা এতটাই প্রবল যে মুহূর্তেই সে নিজেকে তার প্রেমাসম্পদের। মতো একই। দুঃখ বরণের জন্য প্রস্তুত করে নিতে পারবে । তাই তাকে বলতে শুনি একই দুঃখ ভাগ করে সে প্রস্তুত নিতে ।
কোন মন্তব্য নেই