জনম মম মহাঋষিকূলে " তবু চন্ডালিনী আমি " - বক্তা কে ? ঋষিকূলে জন্মেও তিনি চন্ডালিনী কেন ?
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: " জনম মম মহাঋষিকূলে "
তবু চন্ডালিনী আমি " - বক্তা কে ? ঋষিকূলে জন্মেও তিনি চন্ডালিনী কেন ?
উত্তর:- মধুসূদনের " বীরাঙ্গনা " কাব্যের দ্বিতীয় সর্গে " সোমের প্রতি তারা " পত্রিকায় উক্তিটির বক্তা " তারাদেবী " ।
[ ] তারার জন্ম মহিমান্বিত উজ্জ্বল বংশে , দেবগুরু বৃহস্পতি তার স্বামী । কিন্তু তিনি পুত্রতুল্য শিষ্য সোমদেব কে স্বামিত্তে বরণ করার জন্য উৎসাহী । গুরুপত্নীর পক্ষে শিষ্যর উদ্দেশ্য প্রেম নিবেদন সামাজিক এবং। ধর্মীয় দিক থেকে অনৈতিক । এই কাজ চণ্ডালতুল্য বলেই নিজেকে তারাদেবী " চন্ডালিনী " রুপে অভিহিত করেছেন । বস্তুত সব বুঝেও তার হৃদয় মন কে তিনি কিছুতেই বেঁধে রাখতে পারছেন না । ফলে তারাদেবী নিজেকে ধিক্কার দিয়েছেন । তারার হৃদয়ে প্রেম ও সামাজিক নীতিবোধের দ্বন্ধ ।
কোন মন্তব্য নেই