Breaking News

জনম মম মহাঋষিকূলে " তবু চন্ডালিনী আমি " - বক্তা কে ? ঋষিকূলে জন্মেও তিনি চন্ডালিনী কেন ?

 

বাংলা অনার্স জনম মম মহাঋষিকূলে তবু চন্ডালিনী আমি বক্তা কে ঋষিকূলে জন্মেও তিনি চন্ডালিনী কেন bangla honours jonom momo noharishikule tobu chondalini ami bokta ke rishikule jonmeo tini chondalini keno eto


                          প্রশ্নের মান - ৫/৬


প্রশ্ন: " জনম মম মহাঋষিকূলে " 

তবু চন্ডালিনী আমি " - বক্তা কে ? ঋষিকূলে জন্মেও তিনি চন্ডালিনী কেন ? 

উত্তর:- মধুসূদনের " বীরাঙ্গনা " কাব্যের দ্বিতীয় সর্গে " সোমের প্রতি তারা " পত্রিকায় উক্তিটির বক্তা " তারাদেবী " ।


[     ] তারার জন্ম মহিমান্বিত উজ্জ্বল বংশে , দেবগুরু বৃহস্পতি তার স্বামী । কিন্তু তিনি পুত্রতুল্য শিষ্য সোমদেব কে স্বামিত্তে বরণ করার জন্য উৎসাহী । গুরুপত্নীর পক্ষে শিষ্যর উদ্দেশ্য প্রেম নিবেদন সামাজিক এবং। ধর্মীয় দিক থেকে অনৈতিক । এই কাজ চণ্ডালতুল্য বলেই নিজেকে তারাদেবী " চন্ডালিনী " রুপে অভিহিত করেছেন । বস্তুত সব বুঝেও তার হৃদয় মন কে তিনি কিছুতেই বেঁধে রাখতে পারছেন না । ফলে তারাদেবী নিজেকে ধিক্কার দিয়েছেন । তারার হৃদয়ে প্রেম ও সামাজিক নীতিবোধের দ্বন্ধ ।


কোন মন্তব্য নেই