উত্তর:- এখানে তারাদেবী তার আকাঙ্খিত মানুষ সোমদেব কে জানাতে ব্যাথ । কিন্তু নারীর যৌবন তো পুরুষের সঙ্গে মিলনের মধ্য দিয়েই স্বার্থকতা লাভ করে , নাহলে সে যৌবনের মূল্য থাকে না ।তাই বিধাতার কাছে অশ্রুসজল চোখে জানতে চেয়েছে তাহলে কি তার যৌবন নেই , নাকি রূপের মাধুরী নেই ।
কোন মন্তব্য নেই