রবিবার, ১৮ জুলাই, ২০২১

রে দারুন বিধি , নাহি কি যৌবন মোর , - রূপের মাধুরী ? তবে কেন , -"- বক্তব্যটির তাৎপর্য লেখো ।

 

বাংলা অনার্স রে দারুন বিধি নাহি কি যৌবন মোর রূপের মাধুরী তবে কেন বক্তব্যটির তাৎপর্য লেখো bangla honours re darun vidhi nahi ki joubon mor rupeer madhuri tobe keno boktobbo tatporjo lekho questions answer


                     প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন: " রে দারুন বিধি , 

নাহি কি যৌবন মোর , - রূপের মাধুরী ? 

তবে কেন , -"- বক্তব্যটির তাৎপর্য লেখো ।



উত্তর:- এখানে তারাদেবী তার আকাঙ্খিত মানুষ সোমদেব কে জানাতে ব্যাথ । কিন্তু নারীর যৌবন তো পুরুষের সঙ্গে মিলনের মধ্য দিয়েই স্বার্থকতা লাভ করে , নাহলে সে যৌবনের মূল্য থাকে না ।তাই বিধাতার কাছে অশ্রুসজল চোখে জানতে চেয়েছে তাহলে কি তার যৌবন নেই , নাকি রূপের মাধুরী নেই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন