মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

এ মোর দুঃখের কথা কব সর্বজনে " - কার উক্তি ? তার কী দুঃখ তা লেখো ।

 

বাংলা অনার্স এ মোর দুঃখের কথা কব সর্বজনে  কার উক্তি তার কী দুঃখ তা লেখো bangla honours a moro dukher kotha kobo sorbojone kar ukti tar ki dukho ta lekho


                       প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন: " এ মোর দুঃখের কথা কব সর্বজনে " - কার উক্তি ? তার কী দুঃখ তা লেখো ।

উত্তর:- মধুসূদনের  " বীরাঙ্গনা " কাব্যের চতুর্থ সর্গে " দশরথের প্রতি কৈকেয়ী " পত্রিকায় দশরথের মধ্যমা পত্নী কৈকয়ী আলোচ্য উক্তিটির বক্তা ।


[     ] যৌবন কালে স্বামীকে সৌন্দর্য ও ভোগে পরিতৃপ্ত করে যৌবনবতী কৈকেয়ী স্বামীর কাছ থেকে। বর লাভের প্রতিশ্রুতি পান । কিন্তু আজ স্বামী তার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে । কৈকেয়ীর খেদ , তিনি বিগত যৌবনা বলে দশরথের আর তার প্রতি। আকর্ষণ নেই । কৈকেয়ীর মনদেবতা প্রগাঢ় । বাল্মিকী রামায়নে কৈকেয়ীর এই খেদোক্তি পাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন