সোমের প্রতি তারা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নের মান - ১/২
১। সোমের প্রতি তারা কোন পত্র ?
উত্তর:- সোমের প্রতি তারা দ্বিতীয় পত্র ।
২। এখানে গুরুদেব কে ?
উত্তর:- এখানে গুরুদেব হলেন বৃহস্পতি ।
৩। " গুরুপত্নী আমি তোমার " এখানে গুরুপত্নী কে ?
উত্তর:- " গুরুপত্নী আমি তোমার " এখানে গুরুপত্নী হলেন তারা ।
৪। " ইচ্ছা করে দাসী হয়ে সেবি পা দুখানি " এখানে দাসী বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর:- " ইচ্ছা করে দাসী হয়ে সেবি পা দুখানি " এখানে দাসী বলতে বোঝানো হয়েছে তারাকে ।
৫। " কেমনে তুই , রে পোড়া লেখনী " এখানে লেখনী কথার অর্থ কী ?
উত্তর:- " কেমনে তুই , রে পোড়া লেখনী " এখানে লেখনী কথার অর্থ কলম ।
৬। সোমদেব কে ?
উত্তর:- সোমদেব হলেন চন্দ্র ।
৭। তারা দেবগুরু বৃহস্পতির কে ছিলেন ?
উত্তর:- তারা হলেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী ।
৮। কন্দপ কথার অর্থ কী ?
উত্তর:- কন্দপ কথার অর্থ কামদেব বা মদনদেব ।
৯। কাঁচলি কথার অর্থ কী ?
উত্তর:- কাঁচলি কথার অর্থ স্তনাবরণী ।
১০। তন্ত্রে বলতে আমরা কি বুঝি ?
উত্তর:- তন্ত্রে বলতে আমরা বুঝি শাক্তশাস্ত্র ।
১১। " মুরজ " কথার অর্থ কী ?
উত্তর:- " মুরজ " কথার অর্থ মৃদঙ্গ ।
১২। " তুম্বকী " কথার অর্থ কী ?
উত্তর:- তুম্বকী কথার অর্থ একতারা ।
১৩। " রোহিণীপতি " কথার অর্থ কী ?
উত্তর:- রোহিণীপতি কথার অর্থ চন্দ্র ।
১৪। " মন্দাকিনী " বলতে আমরা কী বুঝি ?
উত্তর:- মন্দাকিনী বলতে আমরা বুঝি স্বর্গের গঙ্গা ।
১৫। জাহ্নবী কে ?
উত্তর:- জাহ্নবী হলেন গঙ্গা ।
১৬। " সুপণ্ডিত তুমি " এখানে সুপণ্ডিত বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর:- " সুপণ্ডিত তুমি " এখানে সুপণ্ডিত বলতে বোঝানো হয়েছে সোমকে ।
১৭। " ফুলে , হায় হলাহল " হলাহল কথার অর্থ কী ?
উত্তর:- " ফুলে , হায় হলাহল " হলাহল কথার অর্থ বিষ ।
১৮। বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্র টি কাকে উদ্দেশ্য করে লেখা ?
উত্তর:- বৃহস্পতি পত্নী তারার লেখা সোমকে ( চন্দ্র ) উদ্দেশ্য করে ।
১৯। তারার এই পত্রের মূলভাব কীরূপ ?
উত্তর:- তারার পত্রে সোমের প্রতি তীব্র প্রেমাশক্তি প্রকাশিত হয়েছে ।
২০। " গুরুপত্নী আমি তোমার " গুরুদেব কে ?
উত্তর:- গুরুদেব হলেন দেবগুরু বৃহস্পতি ।
২১। সোমের প্রতি তারা পত্রে ওভিদের কোন পত্রিকার প্রভাব পড়েছে ?
উত্তর:- " Phaedra to Hypplytus " পত্রিকার প্রভাব পড়েছে ।
২২। " চুরি করি আমি আমি পড়ে কি হে মনে " কী চুরি করে আনা হত ?
উত্তর:- অন্ন ইত্যাদি চুরি করে আনা হত ।
২৩। " তারা " নিজেকে কী কী বলে দোষারোপ করেছিল ?
উত্তর:- " তারা " নিজেকে পাপিনী , পাপিয়সী , চন্ডালীনি বলে দোষারোপ করেছিল ।
কোন মন্তব্য নেই