প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: কে পারে ফিরাতে
প্রবাহে ? বিতাংশে কে বা বাঁধে কেশরিরে ।"
উক্তিটি কোন পত্রিকার অংশ ? উক্তিটির প্রকৃত অর্থ নিজের ভাষায় লেখো ।
উত্তর:- উক্তিটি মধুসূদন বিরচিত " বীরাঙ্গনা " কাব্য গ্রন্থের চতুর্থ সর্গ " দশরথের প্রতি কৈকেয়ী " নামক পত্রিকার অন্তর্গত । কৈকেয়ী রাজা দশরথের উদ্দেশ্য পত্রিকা খানি লিখেছেন । উক্ত উক্তিটিও তার নিজের ।
[ ] রাজা দশরথ যৌবনে সেবায় মুগ্ধ হয়ে কৈকেয়ী কে প্রতি শ্রুতি দিয়েছিলেন তার পুত্র ভরত রাজা হবে । পরবর্তীকালে কৌশলা পুত্র রামের রাজ্যভিষিকের সংবাদ শুনে কৈকেয়ী দশরথ কে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য তিরস্কৃত করেছে । তিনি সব কিছু জানা সত্বেও না জানার ভান করে একটা নাটকীয় পরিমণ্ডল তৈরী করেছেন । দশরথ কে তিনি উক্ত উক্তিটির মধ্য দিয়ে বলেছেন এই তো সাজে তোমায় । তোমার হাতে সমস্ত ক্ষমতা , তুমি নৃপতি , তোমার কথায় বিরুদ্ধে কে আছে যে কথা বলে । তোমার সিদ্ধান্তই চরম । যাইহোক , কোন মতে দশরথ কে টলানো যাবে না আর তাই ওই রাজ প্রসাদ ছেড়ে চলে যাবেন বহুদূরে । সবাইকে বলবেন রাজার প্রতিজ্ঞা ভঙ্গের কথা । দশরথের সিদ্ধান্ত যে চরম এই কথাই প্রশ্নধৃত্ত উক্তির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে । জলপ্রবাহ যেমন কেউ ফেরাতে পারে না , লতা দিয়ে যেমন সিংহকে বাঁধা যায় না , তেমনি রাজা দশরথকেও আর টলানো যাবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন