রবিবার, ২৫ জুলাই, ২০২১

দশরথের প্রতি কৈকেয়ী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স দশরথের প্রতি কৈকেয়ী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর bangla honours doshorother proti kekoyi otisongkhipto questions answer


                        প্রশ্নের মান - ১/২


১। " দশরথের প্রতি কৈকেয়ী " বীরাঙ্গনা কাব্যের কোন সর্গ ?


উত্তর:- " দশরথের প্রতি কৈকেয়ী " বীরাঙ্গনা কাব্যের চতুর্থ সর্গের অন্তগত ।


২। মন্থরা কে ছিলেন ?


উত্তর:- মন্থরা ছিলেন একজন দাসী ।


৩। " মন্থরার মুখে রঘুরাজ " এখানে রঘুরাজ কে ?


উত্তর:-   " মন্থরার মুখে রঘুরাজ " এখানে রঘুরাজ দশরথ ।


৪। কৈকেয়ীর পুত্রের নাম কি ছিল ?


উত্তর:- কৈকেয়ীর পুত্রের নাম ছিল ভরত ।


৫। " কোন দেবালয়ে বাজিছে। ঝাঁঝরি " এখানে " ঝাঁঝরি " কথার অর্থ কী ?


উত্তর:- " কোন দেবালয়ে বাজিছে। ঝাঁঝরি " এখানে " ঝাঁঝরি " কথার অর্থ হল বড়ো কাঁসর ।

৬। " ধর্ম্মো শব্দ মুখে গতি অধর্মের পথে " - এখানে কার কথা বলা হয়েছে ?


উত্তর:- " ধর্ম্মো শব্দ মুখে গতি অধর্মের পথে " - এখানে দশরথের কথা বলা হয়েছে ।


৭। " বিতংশে কে বা বাঁধে কেশরীরে ?" " বিতংশ " কথাটির অর্থ কী ?


উত্তর:- " বিতংশে কে বা বাঁধে কেশরীরে ?" " বিতংশ " কথাটির অর্থ লতা ।


৮। " তব আশা বৃক্ষে ফলে কী ফল নৃমনি " - উক্তিটির বক্তা কে ?


উত্তর:- " তব আশা বৃক্ষে ফলে কী ফল নৃমনি " - উক্তিটির বক্তা কৈকেয়ী ।


৯। " মনো দুঃখে লিখিনু শোনিতে " - " শোনিতে " কথার অর্থ কী ?


উত্তর:- " মনো দুঃখে লিখিনু শোনিতে " - " শোনিতে " কথার অর্থ রক্তে ।


১০। " অভিষেক " কথার অর্থ কী ?


উত্তর:- " অভিষেক " কথার অর্থ হল আনুষ্ঠানিকভাবে পদ স্থাপন ।

১১। " পতিপদ গতা যদি প্রতিব্রতা দাসী " - এখানে প্রতিব্রতা দাসী বলতে কাকে বোঝানো হয়েছে ?


উত্তর:- " পতিপদ গতা যদি প্রতিব্রতা দাসী " - এখানে প্রতিব্রতা দাসী বলতে কৈকেয়ী কে বোঝানো হয়েছে ।


১২। " হরিবল কাননে নিদার্ঘ "।- " নিদার্ঘ " কথার অর্থ কী ?


উত্তর:- । " হরিবল কাননে নিদার্ঘ "।- " নিদার্ঘ " কথার অর্থ হল গ্রীষ্ম ।


১৩। " যুবরাজ পুত্র রাম জনক নন্দিনী "। - " জনক নন্দিনী " বলতে কাকে বোঝানো হয়েছে ?


উত্তর:- " যুবরাজ পুত্র রাম জনক নন্দিনী "। - " জনক নন্দিনী " বলতে সীতাকে বোঝানো হয়েছে ।


১৪। " গাইবে তারা বসি বৃক্ষ শাখে " - কারা গাইবে ? কি গাইবে ?


উত্তর:- শুখ সারি পাখী । তারা গাইবে " পরম অধম্মচারী রঘুকুল পতি ।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন