সোমবার, ২৬ জুলাই, ২০২১

তারা যে অর্থে বীরাঙ্গনা আবার সেই অর্থেই তার মধ্যে স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যায় ।" " সোমের প্রতি তারা " পত্রিকা অবলম্বনে ওপরের মন্তব্যটি তুমি সমর্থন করো কিনা আলোচনা করো

 

বাংলা অনার্স তারা যে অর্থে বীরাঙ্গনা আবার সেই অর্থেই তার মধ্যে স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যায় সোমের প্রতি তারা পত্রিকা অবলম্বনে ওপরের মন্তব্যটি তুমি সমর্থন করো কিনা আলোচনা করো bangla honours tara je orthe birangona Abar sei orthei tar moddhe seccharita lokkho kora jai Somer proti tara potrika obolombone oporer montobbo ti tumi somorthon koro kina alochona koro


                   প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন : " তারা " যে অর্থে বীরাঙ্গনা আবার সেই অর্থেই তার মধ্যে স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যায় ।" " সোমের প্রতি তারা " পত্রিকা অবলম্বনে ওপরের মন্তব্যটি  তুমি সমর্থন করো কিনা আলোচনা করো ।

উত্তর :- আপন সুপ্ত প্রেমকে আপন প্রেমিকের সামনে উন্মোচিত করে পরিপূর্ন আত্মনিবেদনের যে সাহসিকতা সেই সাহসিকতাই তারাকে বীরাঙ্গনা করেছে সন্দেহ নেই কিন্তু তা স্বেচ্ছাচারিতা কখনোই নয় , হোক সে বিবাহিতা , হোক সে গুরুপত্নী , একটি সুপ্ত মন তার বর্তমান , সেই মন যদি প্রত্যাশা করে সোমের ভালোবাসাকে তবে দোষ কোথায় ? " যে যাহারে ভালোবাসে / সে যাইবে তার পাশে ...." এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই । চন্দ্রশেখরের বিবাহিতা পত্নী শৈবলিনিও কি তার পূর্ব প্রণয়ের কাছে ছুটে যায়নি ? তাই বলা যায় আপন সুপ্ত স্বীকৃতি দিয়ে তারা বীরাঙ্গনাই  , স্বেচ্ছাচারি নয় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন