তারা যে অর্থে বীরাঙ্গনা আবার সেই অর্থেই তার মধ্যে স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যায় ।" " সোমের প্রতি তারা " পত্রিকা অবলম্বনে ওপরের মন্তব্যটি তুমি সমর্থন করো কিনা আলোচনা করো
উত্তর :- আপন সুপ্ত প্রেমকে আপন প্রেমিকের সামনে উন্মোচিত করে পরিপূর্ন আত্মনিবেদনের যে সাহসিকতা সেই সাহসিকতাই তারাকে বীরাঙ্গনা করেছে সন্দেহ নেই কিন্তু তা স্বেচ্ছাচারিতা কখনোই নয় , হোক সে বিবাহিতা , হোক সে গুরুপত্নী , একটি সুপ্ত মন তার বর্তমান , সেই মন যদি প্রত্যাশা করে সোমের ভালোবাসাকে তবে দোষ কোথায় ? " যে যাহারে ভালোবাসে / সে যাইবে তার পাশে ...." এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই । চন্দ্রশেখরের বিবাহিতা পত্নী শৈবলিনিও কি তার পূর্ব প্রণয়ের কাছে ছুটে যায়নি ? তাই বলা যায় আপন সুপ্ত স্বীকৃতি দিয়ে তারা বীরাঙ্গনাই , স্বেচ্ছাচারি নয় ।
কোন মন্তব্য নেই