শিখন্ডির সহকারে কুরুক্ষেত্র রণে কৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী । দ্রোণাচার্য গুরু , কী কুছলে নরোধম বধিল তাহরির দেখ স্মরি র ।"
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: " শিখন্ডির সহকারে কুরুক্ষেত্র রণে
কৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে
সংহারিল মহাপাপী । দ্রোণাচার্য গুরু ,
কী কুছলে নরোধম বধিল তাহরির
দেখ স্মরি র ।"
উত্তর:- জনার বিদ্রোহ শুরু স্বামীর ভীরুতার বিরুদ্ধে নয় , সমকালীন দেশবাসীর বিচারহীন অন্ধতার বিরুদ্ধেও , সমগ্র ভারত যখন কৃষ্ণ কে ভগবান এবং কৃষ্ণ সখা অর্জুন কে পুরুষোত্তম বলে প্রমান জানাচ্ছেন এবং স্বামীও সেই স্তুতিকার দের দলে যোগ দিয়েছে , তখন। জনা মুক্ত দৃষ্টিতে সেই চিন্তার বিরুদ্ধে প্রতিবাদের পতাকা তুলেছে । কৃষ্ণ এবং অর্জুনের জীবন কাহিনী , তাদের নারী সাহচর্য , চরিত্র শৈথিল্য , এমনকি কুরুক্ষেত্র যুদ্ধে তাদের প্রতিক্ষেত্রে অন্যায় আচরণ উঠেছে জনার বাক্য ।
কোন মন্তব্য নেই