সেবিবে দাসিভাবে পা দুখানি - এই লোভ মনে এই চির আশা , নাথ এ পোড়া হৃদয়ে !" কার লেখা কোন গ্রন্থের অংশ ? কে কাকে কথা গুলি বলেছে ? মন্তব্য টির তাৎপর্য লেখো
উত্তর:- মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা " বীরাঙ্গনা " কাব্যের " দুষ্মন্তের প্রতি শকুন্তলা " পত্রের অংশ ।
[ ] শকুন্তলা রাজা দুষ্মন্তের উদ্দেশ্য কথা গুলি বলেছেন ।
[ ] দুষ্মন্ত স্বর্গ রাজ্য থেকে ফেরার পথে কর্ন মুনির আশ্রমে শকুন্তলাকে দেখে তাঁর রূপে মুগ্ধ হয়ে যায় । শেষে গন্ধব মতে শকুন্তলাকে বিবাহ করে তাকে আশ্রমে রেখে নিজ রাজ্য গিয়ে পূর্বের এই কথা ভুলে যায় । এ দিকে শকুন্তলা বিরহে দিনযাপন করতে থাকে । এমনকি রাজার প্রতি শকুন্তলার কোনো অভিযোগ নেই । তিনি কেবল দাসী রুপে রাজার সেবা করতে চায় ।
কোন মন্তব্য নেই