ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে কার উক্তি এখানে মাল বলা হয়েছে কোন বস্তুকে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে প্রশ্নোত্তর
প্রশ্ন : " ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে " কার উক্তি ? এ খানে " মাল " বলা হয়েছে কোন বস্তুকে ? বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ?
উত্তর:- " ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে " এই উক্তি " নীলদর্পণ " নাটকের নীলকুঠির আমিনের । তিনি " মাল " বলেছেন সাধুচরণের মেয়ে ক্ষেত্রমণী কে ।
[ ] এই একটা কথার মধ্যে দিয়েই আমিনের চরিত্রের প্রকৃতিটা বুঝে নেওয়া যায় । নীলকুঠির সব কর্মচারীরাই সাহেবদের খুশি রাখতে সাধারণ প্রজাদের উপর অত্যাচার করতেন , এই আমিনও সে কাজে কারো থেকে কম ছিলেন না । চাষীদের ভালো ভালো জমিতে চিহ্ন দিয়ে নীলচাষের জন্য নিধারিত করে দিতেন । গরীব চাষীরা হাতে পায়ে ধরলেও তাঁর নির্দয় মনে এতটুকু দয়ার সঞ্চার হত না । তবে কেউ পর্যাপ্ত ঘুষ দিলে তিনি তাঁর জমিটা ছাড় দিতেন ।
[ ] ছোট সাহেবের স্বাভাব ভালো ছিল না লম্পট রোগ সাহেব নতুন নতুন মেয়ে চাইতেন । তা যোগান দিয়ে তাঁকে খুশি রাখার চেষ্টা করতেন এই আমিন । সাধুচরণের গর্ভবতী কন্যাকে দেখেই আমিন তাকে ছোট সাহেবের ভোগে লাগাতে চেয়েছেন । এর কোনো ধর্ম জ্ঞান , নিতিজ্ঞান মর্যাদাবোধ নেই । তিনি নিজেই বলেছেন আপনার বুন দিয়ে বড়ো পেস্কারি পেলাম তা এরে দিয়ে পাবো .....
সাধুচরনের জমিতে দাগ মারতে গেলে রাইচরণ আপত্তি করে মোকদ্দমার কথা বলে । সে জন্যই আমিন কুঠির পেয়াদা নিয়ে গিয়ে রাইচরণ কে বাড়ী থেকে বেঁধে এনে নিগ্রহ করেছেন । নিজে হাতে তার কানমলে দিয়ে বলেছেন " কই শালা , ফৌজদারী করালি নে ।"
কোন মন্তব্য নেই