শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে কার উক্তি এখানে মাল বলা হয়েছে কোন বস্তুকে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে কার উক্তি এখানে মাল বলা হয়েছে কোন বস্তুকে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে প্রশ্নোত্তর Bengali honours choto Saheb amon mal pele lupe nebe kar ukti akhane mal bola hoyeche kon bostu ke boktar choritrer kon boishishto prokash peyeche

                   

প্রশ্ন : " ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে "  কার উক্তি ? এ খানে " মাল " বলা হয়েছে কোন বস্তুকে ? বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ?


উত্তর:- " ছোট সাহেব এমন মাল পেলে লুপে নেবে " এই উক্তি " নীলদর্পণ " নাটকের নীলকুঠির আমিনের । তিনি " মাল " বলেছেন সাধুচরণের মেয়ে ক্ষেত্রমণী কে ।

[         ]  এই একটা কথার মধ্যে দিয়েই আমিনের চরিত্রের প্রকৃতিটা বুঝে নেওয়া যায় । নীলকুঠির সব কর্মচারীরাই সাহেবদের খুশি রাখতে সাধারণ প্রজাদের উপর অত্যাচার করতেন , এই আমিনও সে কাজে কারো থেকে কম ছিলেন না । চাষীদের ভালো ভালো জমিতে চিহ্ন দিয়ে নীলচাষের জন্য নিধারিত করে দিতেন । গরীব চাষীরা হাতে পায়ে ধরলেও তাঁর নির্দয় মনে এতটুকু দয়ার সঞ্চার হত না । তবে কেউ পর্যাপ্ত ঘুষ দিলে তিনি তাঁর জমিটা ছাড় দিতেন ।


[        ] ছোট সাহেবের স্বাভাব ভালো ছিল না লম্পট রোগ সাহেব নতুন নতুন মেয়ে চাইতেন । তা যোগান দিয়ে তাঁকে খুশি রাখার চেষ্টা করতেন এই আমিন । সাধুচরণের গর্ভবতী কন্যাকে দেখেই আমিন তাকে ছোট সাহেবের ভোগে লাগাতে চেয়েছেন । এর কোনো ধর্ম জ্ঞান , নিতিজ্ঞান মর্যাদাবোধ নেই । তিনি নিজেই বলেছেন আপনার বুন দিয়ে বড়ো পেস্কারি পেলাম তা এরে দিয়ে পাবো .....

সাধুচরনের জমিতে দাগ মারতে গেলে রাইচরণ আপত্তি করে মোকদ্দমার কথা বলে । সে জন্যই আমিন কুঠির পেয়াদা নিয়ে গিয়ে রাইচরণ কে বাড়ী থেকে বেঁধে এনে নিগ্রহ করেছেন । নিজে হাতে তার কানমলে দিয়ে বলেছেন " কই শালা , ফৌজদারী করালি নে ।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন