সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে বালকদের প্রথম সাক্ষাৎ কোন দৃশ্য প্রথম সাক্ষাতের ঘটনাটি বিবৃত করো প্রশ্নোত্তর
উত্তর :- সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে বালকদের প্রথম সাক্ষাৎ দ্বিতীয় দৃশ্যের সূচনায় ।
[ ] ছেলেরা যখন ঠাকুরদাদা কে কেন্দ্র করে শরতের রৌদ্র ছায়ার গান গাইছিল তখন সেখানে সন্ন্যাসী ঠাকুর এসে উপস্থিত হন । তাঁর চোখে মুখে এমন এক উদার উৎফুল্ল ভাব ছিল যে ছেলেরা তাকে ভয় পায়নি বরং আপনজন মনে করে তাঁকেও খেলার সঙ্গী করে নিতে চেয়েছে । ছেলেরা তাঁর চেলা হয়ে খেলতে চেয়েছে । সন্ন্যাসী তাতে সম্মিত জানিয়েছেন । ঠাকুরদাদা সন্ন্যাসীর পরিচয় নিয়ে কথা বলে সময় নষ্ট করলে ছেলেরা অধৈয হয়েছে ।
[ ] কাজের ছেলে উপনন্দ কাজ বন্ধ রেখে খেলতে যেতে পারবে না বলায় সন্ন্যাসী ঠাকুর তাঁর পাশে বসে কাজের স্বরূপ ও গুরুত্ব বুঝতে চেয়েছেন । সে গুরুর ঋণ শোধ করার দায় কাঁধে নিয়ে পুঁথি নকলের কাজ করে যায় । তার এই ঋণ শোধের প্রবৃত্তির কথা জেনে সন্ন্যাসী খুশি হয়েছেন এবং নিজেও পুঁথি লেখার কাজ করে ছুটি সার্থক করতে চেয়েছেন । অন্য বালকরাও পুঁথি লেখার মজার খেলায় অংশ নিতে চেয়েছে । সন্ন্যাসী তাঁদের উৎসাহিত করতে বলেছেন " আজ আমরা সব মজা করে কষ্ট করব ।" ছেলেরাও উৎসাহিত হয়ে বলেছে " হ্যাঁ হ্যাঁ নইলে মজা কীসের । "
[ ] এই ভাবেই সন্ন্যাসী তথা সম্রাটবিজয়াদিত্যর সঙ্গে গ্রামের মানুষের এবং বালকদের মধ্যে অসম বয়সের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ।
কোন মন্তব্য নেই