নীলদর্পণ নাটকের নামকরণ কী সার্থক হয়েছে বলে মনে করো যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো প্রশ্নোত্তর
প্রশ্ন : " নীলদর্পণ " নাটকের নামকরণ কী সার্থক হয়েছে বলে মনে করো ? যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো ।
উত্তর:- সৃষ্টিধর্মী সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপুর্ন বিষয় । নামকরণ সার্থক হল কি না তা নিয়ে প্রশ্ন ওঠে বিতর্ক বা আলোচনা হয় । " নীলদর্পণ " নামকরণটি সার্থক কিনা সে প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা বলে নিতে পারি নামকরণ অবশ্যই সার্থক । নাট্যকারের উদ্দেশ ছিল নাটকের মধ্যে দিয়ে সাধারণ চাষী প্রজাদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিশ্বাস যোগ্য ও বাস্তব সম্মত ছবি সবার সামনে তুলে ধরা । ধরেছেনও তাই । নাটকটিকে দর্পণের মতো ব্যবহার করে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বর্গ ও সাধু ইংরেজদের তিনি দেখাতে চেয়েছেন অসাধু ইংরেজ নীলকর সাহেবদের চরিত্রকে । দর্পণের সামনে দাঁড়ালে নিজের প্রতিকৃতি দেখা যায় । এই নাটকটির দিকে তাকালে ইংরেজ জাতি নিজেদের কলঙ্কময় দিকটা দেখবেন এবং সংশোধনের দ্বারা শুদ্ধ হয়ে উঠবেন । এই আকাঙ্ক্ষা নিয়েই নাটকটি রচনা করা হয় । শুধু সাহেবরা নন নাটকের দর্শক মাত্রই নাটকটি দেখলে নীলকরদের অত্যাচার সম্পর্কে অবহিত হতে পারবেন । এই জন্যই " নীলদর্পণ " নামকরণটি সার্থক হয়েছে বলে মনে করি ।
নাটকে মূল ঘটনার সম্পর্ক কি
উত্তরমুছুননীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা মূল্যায়ন করো
উত্তরমুছুনNil darpan name o sarthokatha
মুছুননীলদর্পন নাটকের বিদেশী নীলকর সাহেবদের চরিত্র গুলির যথাযথ পরিচয় দাও
উত্তরমুছুন