সোমবার, ১৬ আগস্ট, ২০২১

নীলদর্পণ নাটকের নামকরণ কী সার্থক হয়েছে বলে মনে করো যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক নীলদর্পণ নাটকের নামকরণ কী সার্থক হয়েছে বলে মনে করো যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো প্রশ্নোত্তর nildorpon natoker namkoron ki sarthok hoyeche bole mone koro jukti Soho Tomar motamot baktto koro

                      

প্রশ্ন : " নীলদর্পণ " নাটকের নামকরণ কী সার্থক হয়েছে বলে মনে করো ? যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো ।

উত্তর:- সৃষ্টিধর্মী সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপুর্ন বিষয় । নামকরণ সার্থক হল কি না তা নিয়ে প্রশ্ন ওঠে বিতর্ক বা আলোচনা হয় । " নীলদর্পণ " নামকরণটি সার্থক কিনা সে প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা বলে নিতে পারি নামকরণ অবশ্যই সার্থক । নাট্যকারের উদ্দেশ ছিল নাটকের মধ্যে দিয়ে সাধারণ চাষী প্রজাদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিশ্বাস যোগ্য ও বাস্তব সম্মত ছবি সবার সামনে তুলে ধরা । ধরেছেনও তাই । নাটকটিকে দর্পণের মতো ব্যবহার করে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বর্গ ও সাধু ইংরেজদের তিনি দেখাতে চেয়েছেন অসাধু ইংরেজ নীলকর সাহেবদের চরিত্রকে । দর্পণের সামনে দাঁড়ালে নিজের প্রতিকৃতি দেখা যায় । এই নাটকটির দিকে তাকালে ইংরেজ জাতি নিজেদের কলঙ্কময় দিকটা দেখবেন এবং সংশোধনের দ্বারা শুদ্ধ হয়ে উঠবেন । এই আকাঙ্ক্ষা নিয়েই নাটকটি রচনা করা হয় । শুধু সাহেবরা নন নাটকের দর্শক মাত্রই নাটকটি দেখলে নীলকরদের অত্যাচার সম্পর্কে অবহিত হতে পারবেন । এই জন্যই " নীলদর্পণ " নামকরণটি সার্থক হয়েছে বলে মনে করি ।


৪টি মন্তব্য:

  1. নাটকে মূল ঘটনার সম্পর্ক কি

    উত্তরমুছুন
  2. নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা মূল্যায়ন করো

    উত্তরমুছুন
  3. নীলদর্পন নাটকের বিদেশী নীলকর সাহেবদের চরিত্র গুলির যথাযথ পরিচয় দাও

    উত্তরমুছুন