বুধবার, ১৮ আগস্ট, ২০২১

কোন অপরাধে শশীভূষনের কারাবাস হয় ? কারাবাসের অবসানে শশীভূষণ কোথায় আশ্রয় পায় ? প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক কোন অপরাধে শশীভূষনের কারাবাস হয় কারাবাসের অবসানে শশীভূষণ কোথায় আশ্রয় পায় প্রশ্নোত্তর Bengali honours kon oporadhe soshivushoner karabas hoi karabaser obosane shoshivushon kothay ashroy pai questions answer

                      


প্রশ্ন: কোন অপরাধে শশীভূষনের কারাবাস হয় ? কারাবাসের অবসানে শশীভূষণ কোথায় আশ্রয় পায় ?

উত্তর:- শশীভূষণ স্বল্প ভাষী এবং অন্তমুখী হলেও অন্যায়ের প্রতিবাদ করা তার চরিত্রের আর একটি বৈশিষ্ট্য । এই বৈশিষ্ট্যর কারণেই শেষবার যখন নৌকায় কলকাতা যাচ্ছিল তখন এক পুলিশ সুপরিটেন্ডের নির্দেশে নিরপরাধ জেলেদের মাছ ধরার জাল কেটে নষ্ট করা এবং নির্দোষ জেলেদের কলকাতায় ধরে নিয়ে যেতে চাওয়ায় ক্রুদ্ধ শশীভূষণ অন্যায়কারী পুলিশ সুপারকে আক্রমন করে । সাহেবের বিরুদ্ধে একজন বাঙালীর এমন দুঃসাহসিক কাজে ক্ষুধ পুলিশ সুপার শশীভূষণ কে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যান এবং অনেকগুলো ধারায় অভিযুক্ত করে মামলা করেন । সেই মামলায় শশীভূষনের চেনাজানা , প্রত্যক্ষদশীরা , এমনকি ক্ষতিগ্রস্ত জেলেরাও শশীভূষনের পক্ষে সাক্ষ্য দেয়নি । বরং শশীভূষন যে পুলিশ সাহেবের উপর চড়াও হয়ে উপদ্রব করেছে , এটা অনেকেই জানিয়েছে । তাতেই শশীভূষনের বিরুদ্ধে অভিযোগ গুলি প্রমাণিত হয় । আর তাতেই শশীভূষনের পাঁচ বছরের জেল হয় ।


[       ] জেল বা কারাবাসের অবসানে শশীভূষণ বিধবা গিরিবালার গৃহে আশ্রয় পায় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন