Breaking News

জেল থেকে ছাড়া পাওয়ার পর শশীভূষণ কীভাবে গিরিবালার সাক্ষাৎ পেল বর্ননা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক জেল থেকে ছাড়া পাওয়ার পর শশীভূষণ কীভাবে গিরিবালার সাক্ষাৎ পেল বর্ননা করো প্রশ্নোত্তর Bengali honours jel theke chara paoyar por shoshivushon kivabe giribalar sakshat pelo bornona Koro questions answer

                       


উত্তর:- পাঁচ বছর কারাবাসের পর শশীভূষণ যখন জেল থেকে ছাড়া পেল তখন তাঁর আপনজন বলতে আর কেউ নেই । বাবাও মারা গিয়েছেন । বিষয় সম্পত্তিও নায়েব হরকুমার গ্রাস করেছেন । শশী কোথায় যাবে যখন ভাবছে তখন এক ভৃত্য তাকে জুড়ি গাড়িতে করে এক বাগান ঘেরা বাড়ীতে পৌঁছে দিল । বসার ঘরে অনেক আসবাবসহ কাঁচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো । টেবিলের উপরে একটা ভাঙা শ্লেট , তার উপর কিছু পুরানো খাতা , ছেড়া ধারাপাত , কথামালা , একটা কাশীদাসি মহাভারত । শ্লেট ও বই গুলির উপর শশীরই হস্তাক্ষরে গিরিবালার নাম লেখো । শশী বুঝতে পারে সে কোথায় এসেছে । তাই পাঁচ বছর আগের গিরিবালার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে থাকে । সে মগ্ন হয়ে যায় পুরানো ভাবনায় । তখন থালায় কিছু ফল মূল মিষ্টি নিয়ে সে ঘরে উপস্থিত হয় গিরিবালা । " নিরাভরনা বিধবা বেশধারিনি গিরিবালা তাঁহাকে নতজানু হইয়া ভূমিষ্ট প্রণাম করিল । " তাকে কুশল জিজ্ঞাসা করবার ভাষা যোগালো না শশী ভূষণের মুখে । শুধু বৈষ্ণব ভিক্ষুকের গান শোনা যাচ্ছিল " এসো এসো হে ।"

 

কোন মন্তব্য নেই