জেল থেকে ছাড়া পাওয়ার পর শশীভূষণ কীভাবে গিরিবালার সাক্ষাৎ পেল বর্ননা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: জেল থেকে ছাড়া পাওয়ার পর শশীভূষণ কীভাবে গিরিবালার সাক্ষাৎ পেল বর্ননা করো ।
উত্তর:- পাঁচ বছর কারাবাসের পর শশীভূষণ যখন জেল থেকে ছাড়া পেল তখন তাঁর আপনজন বলতে আর কেউ নেই । বাবাও মারা গিয়েছেন । বিষয় সম্পত্তিও নায়েব হরকুমার গ্রাস করেছেন । শশী কোথায় যাবে যখন ভাবছে তখন এক ভৃত্য তাকে জুড়ি গাড়িতে করে এক বাগান ঘেরা বাড়ীতে পৌঁছে দিল । বসার ঘরে অনেক আসবাবসহ কাঁচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো । টেবিলের উপরে একটা ভাঙা শ্লেট , তার উপর কিছু পুরানো খাতা , ছেড়া ধারাপাত , কথামালা , একটা কাশীদাসি মহাভারত । শ্লেট ও বই গুলির উপর শশীরই হস্তাক্ষরে গিরিবালার নাম লেখো । শশী বুঝতে পারে সে কোথায় এসেছে । তাই পাঁচ বছর আগের গিরিবালার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে থাকে । সে মগ্ন হয়ে যায় পুরানো ভাবনায় । তখন থালায় কিছু ফল মূল মিষ্টি নিয়ে সে ঘরে উপস্থিত হয় গিরিবালা । " নিরাভরনা বিধবা বেশধারিনি গিরিবালা তাঁহাকে নতজানু হইয়া ভূমিষ্ট প্রণাম করিল । " তাকে কুশল জিজ্ঞাসা করবার ভাষা যোগালো না শশী ভূষণের মুখে । শুধু বৈষ্ণব ভিক্ষুকের গান শোনা যাচ্ছিল " এসো এসো হে ।"
কোন মন্তব্য নেই