তারাপদর সঙ্গে মতিলাল বাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ কোথায় সে কীভাবে মতিলালবাবুর পরিবারের সদস্য হয়ে ওঠে আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: তারাপদর সঙ্গে মতিলাল বাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ কোথায় ? সে কীভাবে মতিলালবাবুর পরিবারের সদস্য হয়ে ওঠে ? আলোচনা করো ।
উত্তর:- তারাপদর সঙ্গে মতিলাল বাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ হয় এক গঞ্জের ঘাটে । সেখানে মতিলাল বাবু নৌকা লাগিয়ে ছিলেন রান্না খাওয়া করবার অভিপ্রায়ে । তারাপদ সেখানে উপস্থিত হয়ে মতিলাল বাবুর কাছে জানতে চায় , তারা কোথায় যাবে । কাঁঠালিয়া গ্রামে যাবে শুনে তারাপদ প্রাথনা জানায় , তাকে যদি একটু নৌকায় ঠাঁই দেয় এবং নন্দীগ্রামে নামিয়ে দেয় । মতিলাল বাবু সম্মত হওয়ায় খুশী হয়ে তারাপদ তাঁদের সঙ্গী হয়ে যায় ।
[ ] তারাপদ অত্যন্ত মিশুকে ছেলে । তাই তাঁর উপর কর্মতৎপর । যেকোনো কাজে সে সহজে শিখে নেয় এবং করতেও উৎসাহী হয় । তাই রান্নাবান্নার কাজে সে স্বত:স্ফুতভাবেই হাত লাগায় । তাঁর অকপট , সহজ সরল আচরণ ও কর্মপ্রবৃত্তির জন্য নৌকার সকলেই তাকে ভালোবেসে ফেলে । আপন করে নেয় । সন্ধ্যাবেলা তাঁর সুরেলা কণ্ঠের গান শুনেও সকলে মুগ্ধ হয়ে যায় । মতিলাল বাবু এবং তাঁর পত্নী অন্নপূর্ণা তারাপদ কে পুত্র স্নেহে কাছে টেনে নিলেন । তারাপদ ও তাঁদের আপনজন হয়ে উঠল । বাজার করা , রান্না বান্না জোগাড় করা নৌকা চালানো এসব কাজে তো সাহায্য করতোই সন্তানের মতো আচরণে , বাঁশী শুনিয়ে , গান শুনিয়েও সে পরিবার টির আপন জন হয়ে ওঠে । কখন নন্দীগ্রাম অতিক্রম করে নৌকা কাঁঠালীয়ার দিকে এগিয়েছে , সে খোঁজ আর রাখেনি । পরিবারটির সঙ্গে। নৌকায় দশদিন কাটিয়ে সে কাঁঠালীয়া গ্রামে পৌঁছালে এবং সঙ্গে থেকে গেলে কেউ অখুশী হয়নি । বরং পুত্রহীন মতিবাবু আর অন্নপূর্ণা তাকে পুত্র স্নেহেই আঁকড়ে ধরেছেন । তারাপদ হয়ে উঠেছে ঘরের ছেলে । কেবল মতিলাল বাবুর একমাত্র কন্যা চারুলতা তার একচেটিয়া স্নেহ ভালোবাসার রাজ্যে ভাগীদার হয়ে ওঠায় তারাপদ কে খুব ঈর্ষা করেছে । পরে অবশ্য তার মধ্যেও অনুরাগের জন্ম হয়েছে ।
কোন মন্তব্য নেই