রবিবার, ২২ আগস্ট, ২০২১

সোহিনীর মেয়ের নাম কি সোহিনী কীভাবে তাঁর বিবাহ দেয় সেই বিবাহের পরিণতি কি হয় প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক সোহিনীর মেয়ের নাম কি সোহিনী কীভাবে তাঁর বিবাহ দেয় সেই বিবাহের পরিণতি কি হয় প্রশ্নোত্তর Bengali honours sohinir meyer nam ki sohini kivabe tar bibah dey sei bibaher porinoti ki hoi


                       

প্রশ্ন: সোহিনীর মেয়ের নাম কি ? সোহিনী কীভাবে তাঁর বিবাহ দেয় ? সেই বিবাহের পরিণতি কি হয় ?

উত্তর:- সোহিনীর মেয়ের নাম নীলিমা । পরে মেয়েই সে নাম পাল্টে নীলা নামে পরিচিত হয় । তার দেহে ছিল কাশ্মীরি সৌন্দর্যের আভা । চোখ নীলপদ্মের মতো । পিঙ্গল বর্ন চোখেও ছিল চমক । তাই তাঁর বিবাহের জন্য সোহিনী কে ভাবতে হয়নি । জাত গোত্র নিয়েও সে ভাবেনি । সে পাঞ্জাবী হয়েও বাঙালী কে বিয়ে করেছে যে নীলার রূপ সৌন্দর্য আর তার বাবার রেখে যাওয়া সম্পদের মোহে কত মারোয়ারী ছেলে ঘুর ঘুর করেছে । স্কুলের দরজায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কত লোভী যুবক ও দরজার কাছে ঘোরা ফেরা করেছে । নীলার সেটা ভালো লাগত , তাই সেও অকারণে দরজার কাছে এসে দাঁড়াত । তার রুপে মুগ্ধ হয়েই এক মারোয়ারি যুবক সিভিল মতে নীলাকে বিবাহ করে । সোহিনী কে কন্যা পাত্রস্থ করতে বেশি ভাবতে হল না । তবে এই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি । টাইফয়েডে স্বামী মারা যাওয়ায় যুবতী নীলার আবার বিয়ে দেওয়াটা জরুরী হয়ে ওঠে । যতদিন বিবাহ না হয় , ততদিন এক বিদূষী শিক্ষিকার শিক্ষার বেড়াজালে মেয়েকে বেঁধে রাখতে চাইল । শেষে রেবতী ভট্টাচাযের সঙ্গে নীলার বিবাহ দেবার পরিকল্পনা করলেও রেবতী পিসিমার ভয়ে বিবাহে আগ্রহ দেখায়নি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন