প্রশ্ন: সোহিনীর মেয়ের নাম কি ? সোহিনী কীভাবে তাঁর বিবাহ দেয় ? সেই বিবাহের পরিণতি কি হয় ?
উত্তর:- সোহিনীর মেয়ের নাম নীলিমা । পরে মেয়েই সে নাম পাল্টে নীলা নামে পরিচিত হয় । তার দেহে ছিল কাশ্মীরি সৌন্দর্যের আভা । চোখ নীলপদ্মের মতো । পিঙ্গল বর্ন চোখেও ছিল চমক । তাই তাঁর বিবাহের জন্য সোহিনী কে ভাবতে হয়নি । জাত গোত্র নিয়েও সে ভাবেনি । সে পাঞ্জাবী হয়েও বাঙালী কে বিয়ে করেছে যে নীলার রূপ সৌন্দর্য আর তার বাবার রেখে যাওয়া সম্পদের মোহে কত মারোয়ারী ছেলে ঘুর ঘুর করেছে । স্কুলের দরজায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কত লোভী যুবক ও দরজার কাছে ঘোরা ফেরা করেছে । নীলার সেটা ভালো লাগত , তাই সেও অকারণে দরজার কাছে এসে দাঁড়াত । তার রুপে মুগ্ধ হয়েই এক মারোয়ারি যুবক সিভিল মতে নীলাকে বিবাহ করে । সোহিনী কে কন্যা পাত্রস্থ করতে বেশি ভাবতে হল না । তবে এই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি । টাইফয়েডে স্বামী মারা যাওয়ায় যুবতী নীলার আবার বিয়ে দেওয়াটা জরুরী হয়ে ওঠে । যতদিন বিবাহ না হয় , ততদিন এক বিদূষী শিক্ষিকার শিক্ষার বেড়াজালে মেয়েকে বেঁধে রাখতে চাইল । শেষে রেবতী ভট্টাচাযের সঙ্গে নীলার বিবাহ দেবার পরিকল্পনা করলেও রেবতী পিসিমার ভয়ে বিবাহে আগ্রহ দেখায়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন