ভালোবাসা এবং মরণ এই দুটিকেই পৃথিবীময় দেখিলাম ব্যাখ্যা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: " ভালোবাসা এবং মরণ এই দুটিকেই পৃথিবীময় দেখিলাম ।" ব্যাখ্যা করো
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের " কঙ্কাল " গল্পের ৩৪তম অনুচ্ছেদের অন্তিম বাক্য উদ্ধতি । এ খানে অশরীরী সুন্দরী ধীরে ধীরে প্রেমের জগৎ থেকে মৃত্যুর জগৎ এ ভাবে পৌঁছালো তারই একটা কাহিনীর অতিপ্রাকৃত ভাবনায় পরিবেশিত করা হয়েছে । বক্তব্যটির মধ্যে অশরীরী সুন্দরী তাঁর জীবনের ট্রাজেডিকে মৃত্যুর পর ট্রাজেডি বলে মনে করে না তারই ইঙ্গিত দিয়েছে ।
[ ] এর একটা নীদিষ্ট কারণ আছে । প্রেম ভালোবাসার প্রতি বিরাগ হয়ে বাড়ীতে যে ডাক্তার খানা আছে , সেখান থেকেই সে জ্ঞান লাভ করেছে কোন বিষে মামুষের মৃত্যু হয় । এ যেন সুন্দর। কুৎসিত জীবন মৃত্যুর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত না হলে কঙ্কাল থেকে রূপসীতে এবং রূপসী থেকে কঙ্কালে উত্তরণ হওয়া সম্ভব ছিল না । এভাবেই ভালোবাসার বিষময় ফল লাভ করেছিল সেই সুন্দরী ।
[ ] এর অশরীরী সুন্দরী তাঁর সৌন্দর্য যেখানে অর্থের কাছে পরাভূত তার প্রেম যেখানে নিষ্ঠুর ভাবে প্রবঞ্চিত যেখানে জীবনের যে কোনো মূল্য নেই এ ধ্রুব সত্য জ্ঞানই তাঁকে ওই পথে এগিয়ে দিয়েছে । তাই ডাক্তারের প্রবঞ্চনার পূর্বেই মেয়েটি ডাক্তারের কাছে বিয়ের কথা জেনে নিয়েছে যে কোন বিষে মানুষের মৃত্যু হয় । সেটা অবশ্যই ডাক্তারকে হত্যা করার জন্য নয় আত্মহত্যার জন্য । কিন্তু এই পৃথিবীতে মেয়েটি ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে যখন সুখী হবার কোনো পথ খুঁজে পাচ্ছিল না তখন সে চরম পথটিই বেছে নেয় । তাই বিয়ের কথা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে করতে মৃত্যু যেন তাঁর কাছে অত্যন্ত পরিচিতের মতো হয়ে উঠেছিল । সুতরাং ভালোবাসা এবং মরণ পূর্বেই অশরীরী সুন্দরী যে ভোগ করেছিল তাতে কোনো সন্দেহ নেই ।
কোন মন্তব্য নেই