পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার চরিত্রটির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর :- " পোস্টমাস্টার " গল্পের নায়ক চরিত্র টি হলেন পোস্টমাস্টার । তিনি কলকাতার ছেলে । প্রথম চাকরী নিয়ে অজ পাড়াগাঁর পোষ্ট অফিসে আসতে বাধ্য হয়েছেন । শহরের ছেলে যে সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভ্যস্থ , গ্রামে সেই পরিবেশ না পেয়ে এবং অবসর কাটাবার কোনো উপায় খুঁজে না পেয়ে তাঁর অবস্থা হয় ডাঙায় তোলা মাছের মতন । অনন্যপায় হয়েই তিনি কাজের মেয়ে রতনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে গল্প করেন । রতনকে লেখাপড়া শেখাতে উদ্যোগী হন । ভিন্ন পরিবেশের ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশবার ক্ষমতা তাঁর ছিল না ।
[ ] পোস্টমাস্টারের মনটা ছিল মধ্যবিত্ত ছাপোষা বাঙালীর মতো । প্রচন্ড ব্যাক্তিত্ব , দুঃখ সাহস , প্রচলিত সংস্কার অতিক্রম করবার প্রবৃত্তি তাঁর ছিল না । রতনের সাহায্য তিনি নিয়েছেন রতনকে সাহায্যের প্রতিদান দেওয়া দরকার তাও তিনি বোঝেন , কিন্তু রতনের বাঞ্চা অনুযায়ী রতনকে কলকাতার বাড়িতে নিয়ে যেতে পারেন না । গ্রাম্য , অশিক্ষিত , বিবাহযোগ্য অসহায় মেয়েটিকে শহরের বাড়ীতে স্থান দেবার সাহস তাঁর হয় না । রতনের অভিমানের পত্রিক্রিয়ায় বুঝতে পারেন রতনকে সঙ্গে নেওয়াটাই উচিৎ , সেটাই মানবিকতা তবু তিনি নৌকা থেকে নেমে গিয়ে তাঁকে ডেকে সঙ্গে নিতে পারেননি , প্রাকৃতিক প্রতিকূলতার দোহাই দিয়েছেন , তত্ত্বকথা চিন্তা করে সান্ত্বনা খুঁজেছেন । এ খানে তাঁর নিঝঞ্ঝাট , মধ্যবিত্ত মানসিকতার প্রকাশ ঘটেছে । চরিত্র টি অবশ্যই বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সার্থক হয়েছে ।
কোন মন্তব্য নেই