Breaking News

কিন্তু বৃথা ডাকি , কান্ত বক্তা কে ? কাকে কথা গুলি কেন বলেছে ? এ কথা বলার কারণ কি ?

 

বাংলা অনার্স কিন্তু বৃথা ডাকি কান্ত কি লোভে ধাইবে  আর মধুলোভী অলি এ মুখ নিরখি শুখাইলে ফুল কবে কে আদরে তারে বক্তা কে কাকে কথা গুলি কেন বলেছে একথা বলার কারণ কি bangla honours kintu britha daki kanto ki love dhaibe aar modhulovi oli a mukh nirokhi shukhaile ful kobe ke adore tare bokta ke kake kotha guli ken boleche a kotha bolar karon ki

                     প্রশ্নের মান : ৫/৬



প্রশ্ন: " কিন্তু বৃথা ডাকি , কান্ত । কি লোভে ধাইবে 

আর মধুলোভী অলি এ মুখ নিরখি , 

শুখাইলে ফুল , কবে কে আদরে তারে ? "

বক্তা কে ? কাকে কথা গুলি কেন বলেছে ? এ কথা বলার কারণ কি ?

উত্তর:- বক্তা শকুন্তলা ।


[      ] রাজা দুষ্মন্তের উদ্দেশ্য বলেছেন । কারণ পুরুরাজ তাকে বিবাহের পর সেই যে চলে গেছেন আর ফিরে আসেননি শকুন্তলার কাছে । তাই তাঁর আক্ষেপ ।


[      ] বিরহিনী শকুন্তলার মনে হয়েছে আজ তার আর কিছু দেওয়ার নেই । যেমন ফুল শুকিয়ে গেলে মধু লোভী অলি যেমন আর ফুলের কাছে আসে না তেমনি তারও অবস্থা , তাই বোধ হয় দুষ্মন্ত কে অনেক ডাকলেও সে ডাকা বৃথা হয়ে যায় ।


কোন মন্তব্য নেই