কিন্তু বৃথা ডাকি , কান্ত বক্তা কে ? কাকে কথা গুলি কেন বলেছে ? এ কথা বলার কারণ কি ?
প্রশ্নের মান : ৫/৬
প্রশ্ন: " কিন্তু বৃথা ডাকি , কান্ত । কি লোভে ধাইবে
আর মধুলোভী অলি এ মুখ নিরখি ,
শুখাইলে ফুল , কবে কে আদরে তারে ? "
বক্তা কে ? কাকে কথা গুলি কেন বলেছে ? এ কথা বলার কারণ কি ?
উত্তর:- বক্তা শকুন্তলা ।
[ ] রাজা দুষ্মন্তের উদ্দেশ্য বলেছেন । কারণ পুরুরাজ তাকে বিবাহের পর সেই যে চলে গেছেন আর ফিরে আসেননি শকুন্তলার কাছে । তাই তাঁর আক্ষেপ ।
[ ] বিরহিনী শকুন্তলার মনে হয়েছে আজ তার আর কিছু দেওয়ার নেই । যেমন ফুল শুকিয়ে গেলে মধু লোভী অলি যেমন আর ফুলের কাছে আসে না তেমনি তারও অবস্থা , তাই বোধ হয় দুষ্মন্ত কে অনেক ডাকলেও সে ডাকা বৃথা হয়ে যায় ।
কোন মন্তব্য নেই