Breaking News

বীরাঙ্গনা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স বীরাঙ্গনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর bangla honours birangona oti songkhipto Questions Answer


                  প্রশ্নের মান : ১/২



১। " বীরাঙ্গনা " কাব্যটির প্রকাশ কত সালে ?


উত্তর:- বীরাঙ্গনা কাব্যটির প্রথম প্রকাশ ১২৬৮ বঙ্গাব্দের ১৫ই ফাল্গুন ( ইং ১৮৬২ খ্রি: জানুয়ারী মাসে ) ।


২। বীরাঙ্গনা কাব্য লেখার সময় কবি কোন বন্ধুকে চিঠি লিখে জানিয়েছিলেন ?


উত্তর:- বীরাঙ্গনা কাব্য লেখার সময় কবি বন্ধু রাজনারায়ণ বসুকে চিঠি লিখে জানিয়েছিলেন ।


৩। এই কাব্যের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয় ?


উত্তর:- ১২৭৩ বঙ্গাব্দে এই কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ।


৪। বীরাঙ্গনা কাব্য লেখার সময় কবি কোথায় কীভাবে থাকতেন ?


উত্তর:- খিদির পুরে ১নং জেমস লেনের " উদ্যানবাঢির "দ্বিতলে খুব কষ্টের মধ্যে থাকতেন ।


৫।  বীরাঙ্গনা কোন জাতীয় কাব্য এবং কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন ?


উত্তর:- কাব্যটি হল পত্রকাব্য ইংরেজিতে যাকে বলে ‘Epistle’ । পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে উৎসর্গ করেছিলেন । 

৬। কোন পাশ্চাত্য কবির কাব্য অবলম্বনে বীরাঙ্গনা কাব্যটি রচিত হয়েছিল ?


উত্তর:- রোমক মহাকবি " ওভিদ " এর অবলম্বনে কাব্যটি রচিত হয়েছিল ।


৭। ওভিদের লেখা কোন কাব্যটি বীরাঙ্গনার সাথে হুবহু মিল আছে ?


উত্তর:- ওভিদের লেখা কাব্যের সঙ্গে হুবহু মিল আছে । 


৮। মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে কতগুলি পত্র স্থান পেয়েছে ?


উত্তর:- বীরাঙ্গনা কাব্য এগারোটি পত্র স্থান পেয়েছে । তবে এর পরেও তিনি কয়েকটি পত্রিকা অসমাপ্ত রেখেছেন ।


৯। মধুসূদনের বীরাঙ্গনার উৎস হিসাবে কোন কোন সাহিত্যকে গ্রহণ করেছেন ?


উত্তর:- ভারতীয় পুরান এবং ভারতীয় মহাকাব্য ইত্যাদি বীরাঙ্গনার উৎস হিসাবে গ্রহণ করেছেন ।


১০।   ওভিদের কাব্যের নারীদের কোথা থেকে চয়ন করা হয়েছিল ?


উত্তর:- গ্রীক ও রোমান পুরাণের কাহিনী থেকে চয়ন করা হয়েছে ।

১১। বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য কোনটি ?


উত্তর:- মাইকেল মধুসূদন দত্তের " বীরাঙ্গনা কাব্য " ।


১২। ওভিদের কাব্য কত গুলি পত্র ছিল ?


উত্তর:- ওভিদের কাব্য ২১ টি পত্র ছিল ।


১৩। ড: সুকুমার সেন " বীরাঙ্গনা " কাব্যের পত্র গুলিকে কী বলে আখ্যা দিয়েছেন ?


উত্তর:- ভানিকা কাব্য ।


১৪। " বীরাঙ্গনা " কাব্য টি কোন ছন্দে লেখা ?


উত্তর:- মিলটনের Blank Verse এর অনুসরণে অমিত্রাক্ষর ছন্দে লেখা ।


১৫। " বীরাঙ্গনা " কাব্যের পত্রিকা গুলির শ্রেণীবিভাগ করো ?


উত্তর:- ( ক ) প্রেমপত্রিকা - তারা , শুপর্নখা , ঊর্বশী ও রুক্মিণীর পত্র ।


( খ ) প্রত্যাখ্যান পত্রিকা - দেবী জাহ্নবীর পত্র ।


( গ ) স্মরণ পত্রিকা - শকুন্তলা , দ্রৌপদী , ভানুমতি , দুঃশলার পত্র ।


 ( ঘ ) অনুযোগ পত্রিকা - কৈকেয়ী , জনার পুত্র ।

১৬। ওভিদের অন্তত তিনজন নায়িকার নাম করো , যাদের অনেকখানি প্রভাব আছে " বীরাঙ্গনার " নারী চরিত্র রচনায় ।


উত্তর:- ওভিদের তিনজন নায়িকার নাম হল - ফ্রিডা , পেনিলোপি , অ্যারিওদনি ।



২টি মন্তব্য:

  1. দ্বারকানাথের প্রতি রুক্মিণী

    উত্তরমুছুন
  2. M.C.Q গুলো ভালো হয়েছে,
    ধন্যবাদ আপনাদের সবাইকে,

    উত্তরমুছুন