দুষ্মন্তের প্রতি শকুন্তলা বীরাঙ্গনা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নের মান : ১/২
১। বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটির নাম কি ?
উত্তর:- দুষ্মন্তের প্রতি শকুন্তলা ।
২। শকুন্তলার মায়ের নাম কি ?
উত্তর:- মেনকা ।
৩। শকুন্তলা প্রথম দুষ্মন্ত কে দেখেন ?
উত্তর:- কন্নের আশ্রমে ।
৪। এই পত্রের বিষয়টি কি ?
উত্তর:- এই পত্রের বিষয় হল শকুন্তলার বিরহ ।
৫। " নমে রাজপদে রাজেন্দ্র " এখানে রাজেন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর:- " নমে রাজপদে রাজেন্দ্র " এখানে রাজেন্দ্র বলতে বোঝানো হয়েছে দুষ্মন্ত কে ।
৬। " বনবাসিনি দাসী " বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর:- " বনবাসিনি দাসী " বলতে শকুন্তলাকে বোঝানো হয়েছে ।
৭। করী কথার অর্থ কী ?
উত্তর:- করী কথার অর্থ হল হাতি ।
৮। প্রীয়ংবদা কথার অর্থ কী ?
উত্তর:- প্রীয়ংবদা কথার অর্থ হল প্রিয়ভাষীনি ।
৯। " বিতরিশ আজি হেথা পরিমল সুধা " এখানে পরিমল কথার অর্থ কী ?
উত্তর:- " বিতরিশ আজি হেথা পরিমল সুধা " এখানে পরিমল কথার অর্থ অমৃত গন্ধ ।
১০। " সমীরণ আসি নাচে তারে লয়ে " এ খানে " সমীরণ " কথার অর্থ কী ?
উত্তর:- " সমীরণ আসি নাচে তারে লয়ে " এ খানে " সমীরণ " কথার অর্থ বায়ু ।
১১। শকুন্তলার পিতা ও মাতার নাম কি ?
উত্তর:- শকুন্তলার পিতার নাম বিশ্বমিত্র এবং মাতার নাম মেনকা ।
১২। " গান্ধব বিবাহ "কী ?
উত্তর:- এক ধরনের বিবাহ , যেখানে পুরোহিত ও সম্প্রদানের কোনো প্রয়োজন নেই । এ বিবাহে বর ও পাত্রী নিজেরাই মুখ্য ভূমিকা নেই ।
কোন মন্তব্য নেই