বীরাঙ্গনা শব্দটি কে কি কি অর্থে ব্যাবহার করা যায় ? " বীরাঙ্গনা " কাব্যের নারী চরিত্র গুলি কোন অর্থে বীরাঙ্গনা তা অতি সংক্ষেপে লেখো ।
প্রশ্নের মান : ৫/৬
প্রশ্ন : " বীরাঙ্গনা " শব্দটি কে কি কি অর্থে ব্যাবহার করা যায় ? " বীরাঙ্গনা " কাব্যের নারী চরিত্র গুলি কোন অর্থে বীরাঙ্গনা তা অতি সংক্ষেপে লেখো ।
উত্তর: " বীরাঙ্গনা " কাব্যটির নামকরণে মধুসূদন যে যথেষ্ট সচেতন তা বলা যায় । তবু এই শব্দ টি তিনি যে অর্থেই ব্যাবহার করুন না কেন শব্দটির বেশ কিছু অভিধানিক অর্থ বর্তমান । বীর + অঙ্গনা যদি ধরি তবে অঙ্গণা শব্দটি এসেছে " নায়া " সংস্কৃত শব্দ থেকে যার অর্থ " নারীগণ " । অর্থাৎ বীরাঙ্গনাকে বীর নারীগণ বলা যায় । আবার কোন কোন সমালোচক বীরাঙ্গনা শব্দটি কে " বীরজায়া " বা " বীরপত্নী " বা বীরনারী হিসেবে বিবেচনা করেছেন । যেমন - ড: অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন - " এ কাব্যে বীরাঙ্গনা নামটি সর্বত্র বীরপত্নী বা বীরনারী হিসাবে ব্যবহৃত হয়নি । ইংরাজী Heroine শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবেই বীরাঙ্গনা শব্দটি মাইকেলের মনে এসেছিল । Ovid এর Heroines এ সর্বত্র বীর নারীর কথা বলা হয়নি ; তথাপি তার নাম Heroines সুতরাং বীরাঙ্গনা অর্থে নায়িকা বলেই ধরে নেওয়া উচিত । এখানে আক্ষরিক অর্থ পরিত্যাগ করা শ্রেয় ।" যাইহোক , বীরাঙ্গনা শব্দটির মূলত প্রধান তিনটি অর্থে রয়েছে যথা - ( ক ) বীরের পত্নী বা প্রেমিকা । ( খ ) যে নারী স্বয়ং বীর রমণী এবং ( গ ) নায়িকা ।
[ ] মধুসূদন দত্ত ' বীরাঙ্গনা ' শব্দটি নায়িকা অর্থেই ব্যাবহার করেছেন । তিনি ১১ টি পত্রেই নারী চরিত্রের আন্তরিক বলিষ্ঠ তাকে প্রকাশ করেছেন । যেভাবে তারা সকলেই আপন অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে , পুরুষের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন , স্বামীর অনৈতিক আচরণের বিরুদ্ধে বিদ্রোহ করেছে । যেভাবে তারা আন্তরিক কামনা বাসনা কে দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেছে । সেদিক থেকে বিচার করলে তারা প্রত্যেকেই অন্তনিহিত অর্থে বীরাঙ্গনা । আর এই জন্যই কাব্যটি উৎসর্গ করা হয়েছে ঊনবিংশ শতাব্দীর নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে ।
কোন মন্তব্য নেই