Breaking News

এ নব যৌবনে এবে ত্যাজিলা কি তুমি " - বক্তা কে ? তাকে কে ? কেন ত্যাগ করেছিল ?

 

বাংলা অনার্স এ নব যৌবনে এবে ত্যাজিলা কি তুমি বক্তা কে তাকে কে কেন ত্যাগ করেছিল প্রশ্নোত্তর bangla honours a nobo joubone abe tajila ki tumi bokta ke take ke Ken tagg korechilo questions answer


[     ] লাবণ্যবতী সরলা ঋষিকন্যা শকুন্তলাকে গান্ধব মতে মহারাজ দুষ্মন্ত বিয়ে করেছেন । রাজপুরীতে গিয়ে শকুন্তলাকে নেওয়ার জন্য রথ ও দাসদাসী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও তিনি তা রক্ষা না করায় শকুন্তলা মনের কষ্ঠে ভুগছেন । তিনি তাঁর জন্ম থেকে এ পর্যন্ত দুঃখ পূর্ন কথা গুলো স্বামীকে স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে স্বামীর এই অবহেলা যে অযথাথ , তার ইঙ্গিত দিয়েছেন ।

 

কোন মন্তব্য নেই