উত্তর:- অন্নদাশঙ্কর রায় তাঁর “ পারিবারিক নারী সমস্যা ” প্রবন্ধে নারীর দুঃখের কারণ হিসেবে উপার্জনহীনতাকে নির্দেশ করেছেন । আমাদের সংসারে অর্থসংগ্রহের ভার থাকে স্বামী বা পুরুষের উপর । নারী সেই অর্থ ভোগ করে । পুরুষের উপার্জিত অর্থ না পেলে নারীর চলবে না । তাই , পুরুষের আশ্রয় তাকে নিতেই হয় । আর সে জন্য তাকে দাম দিতে হয় আত্মমর্যাদা । সে পুরুষের প্রভুত্ব স্বীকার করতে বাধ্য হয় । অধিকার দাবী করতে পারে না । বরং পুরুষের মন যুগিয়ে চলতে চায় , সেবা করতে চায় । তার জন্য ছলাকলার আশ্রয়ও গ্রহণ করে । পুরুষকে বেঁধে রাখতে না পারলে , তাঁর অর্থ ও সম্পদ না পেলে সন্তান সন্তনি নিয়ে নারীকে যে ভাসতে হবে তাই সেবা দিয়ে , সোহাগ দিয়ে , সতীত্ব দিয়ে পুরুষ কে তুষ্ট করে রাখতে হয় । এ জন্য নারীর মর্যাদা রক্ষা পায় না , নারীর স্বাধীনতা বলে কিছু থাকে না , ইচ্ছা অনিচ্ছার দাম থাকে না । সে ক্রমশ দাসী হয়ে পড়ে । দাসীর জীবনে সুখ নেই পুরুষের ভোগের সামগ্রী বা ইচ্ছাপূরণের যন্ত্র হয়ে থেকে সুখ নেই । সে জন্য নারী দুঃখী । উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হলে তবেই তাঁর দুঃখ ঘুচতে পারে বলে লেখকের ধারণা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন