বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

পারিবারিক নারী সমস্যা প্রবন্ধে অন্নদাশঙ্কর রায় নারীর দুঃখের কী কারণ নির্দেশ করেছেন ? আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours পারিবারিক নারী সমস্যা প্রবন্ধে অন্নদাশঙ্কর রায় নারীর দুঃখের কী কারণ নির্দেশ করেছেন আলোচনা করো প্রশ্নোত্তর paribarik nari somossa probondho anndasankar ray narir dukher ki karon nirdeshe korechen alochona koro questions answer

উত্তর:- অন্নদাশঙ্কর রায় তাঁর “ পারিবারিক নারী সমস্যা ” প্রবন্ধে নারীর দুঃখের কারণ হিসেবে উপার্জনহীনতাকে নির্দেশ করেছেন । আমাদের সংসারে অর্থসংগ্রহের ভার থাকে স্বামী বা পুরুষের উপর । নারী সেই অর্থ ভোগ করে । পুরুষের উপার্জিত অর্থ না পেলে নারীর চলবে না । তাই , পুরুষের আশ্রয় তাকে নিতেই হয় । আর সে জন্য তাকে দাম দিতে হয় আত্মমর্যাদা ।  সে পুরুষের প্রভুত্ব স্বীকার করতে বাধ্য হয় । অধিকার দাবী করতে পারে না । বরং পুরুষের মন যুগিয়ে চলতে চায় , সেবা করতে চায় । তার জন্য ছলাকলার আশ্রয়ও গ্রহণ করে । পুরুষকে বেঁধে রাখতে না পারলে , তাঁর অর্থ ও সম্পদ না পেলে সন্তান সন্তনি নিয়ে নারীকে যে ভাসতে হবে তাই সেবা দিয়ে , সোহাগ দিয়ে , সতীত্ব দিয়ে পুরুষ কে তুষ্ট করে রাখতে হয় । এ জন্য নারীর মর্যাদা রক্ষা পায় না , নারীর স্বাধীনতা বলে কিছু থাকে না , ইচ্ছা অনিচ্ছার দাম থাকে না । সে ক্রমশ দাসী হয়ে পড়ে । দাসীর জীবনে সুখ নেই পুরুষের ভোগের সামগ্রী বা ইচ্ছাপূরণের যন্ত্র হয়ে থেকে সুখ নেই । সে জন্য নারী দুঃখী । উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হলে তবেই তাঁর দুঃখ ঘুচতে পারে বলে লেখকের ধারণা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন