Breaking News

বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালীর ঘরের জিনিস বলে ধরা যেতে পারে ।” কথাটির তাৎপর্য আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালীর ঘরের জিনিস বলে ধরা যেতে পারে কথাটির তাৎপর্য আলোচনা করো প্রশ্নোত্তর banglar brotter choraguli bangalir ghorer jinis bole dhora jete pare kothatir tatporjo alochona koro questions answer

উত্তর:- ব্রত অনুষ্ঠানে আনুষঙ্গিক বিষয় হল ছড়া । ব্রতের উদ্দেশ্য সমবেতভাবে দেবতার কাছে কামনা জানানো । সেই কামনা জানাতে হয় পুকুরে, জলে , গাছে বা আলপনায় ফল ধরে ধরে । ছড়ার মাধ্যমেও কেউ কেউ কামনা জানায় । এজন্য ব্রত উপলক্ষে ছড়াও সৃষ্টি হয় প্রচুর । এই সব ছড়া শুধু লোকসাহিত্যের সামগ্রিই নয় ,  ইতিহাসের আকরও বটে । ব্রতের সময় যে ছড়া হত বা এখনো হয় তাতে মেয়েদের কামনা-বাসনা সঙ্গে সমকালীন সমাজের ছবি অর্থনৈতিক অবস্থা কোন গুরুত্বপূর্ণ ঘটনার কথাও জানা যায় । ইতিহাসের উপাদান হিসেবেও এসবের গুরুত্ব স্বীকার করা হয় ।

[       ] মানুষের কামনা-বাসনা যে এক রকমের ছিল না তার ছড়াগুলি পড়লে বোঝা যায় । যেমন একটা ছড়ায় ব্রতকারিনি বলছে - 


                    “ রণে রণে এয়ো হব , 

                    জনে জনে সুয়ো হব , 

                     আকালে লক্ষী হব , 

                     সময়ে পুত্রবর্তী হব ।”


এর মধ্যে দিয়ে যেন বক্তার স্বপ্ন ব্যক্ত হচ্ছে । এবং সে স্বপ্নের স্পর্শ রয়েছে মাটির সংসারে । গ্রাম বাংলার মেয়েদের মনের কথা প্রতিফলিত হয়েছে । তাই , ছড়া গুলিকে বাঙালির ঘরের জিনিস বলা হয়েছে ।



কোন মন্তব্য নেই