বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালীর ঘরের জিনিস বলে ধরা যেতে পারে ।” কথাটির তাৎপর্য আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:- ব্রত অনুষ্ঠানে আনুষঙ্গিক বিষয় হল ছড়া । ব্রতের উদ্দেশ্য সমবেতভাবে দেবতার কাছে কামনা জানানো । সেই কামনা জানাতে হয় পুকুরে, জলে , গাছে বা আলপনায় ফল ধরে ধরে । ছড়ার মাধ্যমেও কেউ কেউ কামনা জানায় । এজন্য ব্রত উপলক্ষে ছড়াও সৃষ্টি হয় প্রচুর । এই সব ছড়া শুধু লোকসাহিত্যের সামগ্রিই নয় , ইতিহাসের আকরও বটে । ব্রতের সময় যে ছড়া হত বা এখনো হয় তাতে মেয়েদের কামনা-বাসনা সঙ্গে সমকালীন সমাজের ছবি অর্থনৈতিক অবস্থা কোন গুরুত্বপূর্ণ ঘটনার কথাও জানা যায় । ইতিহাসের উপাদান হিসেবেও এসবের গুরুত্ব স্বীকার করা হয় ।
[ ] মানুষের কামনা-বাসনা যে এক রকমের ছিল না তার ছড়াগুলি পড়লে বোঝা যায় । যেমন একটা ছড়ায় ব্রতকারিনি বলছে -
“ রণে রণে এয়ো হব ,
জনে জনে সুয়ো হব ,
আকালে লক্ষী হব ,
সময়ে পুত্রবর্তী হব ।”
এর মধ্যে দিয়ে যেন বক্তার স্বপ্ন ব্যক্ত হচ্ছে । এবং সে স্বপ্নের স্পর্শ রয়েছে মাটির সংসারে । গ্রাম বাংলার মেয়েদের মনের কথা প্রতিফলিত হয়েছে । তাই , ছড়া গুলিকে বাঙালির ঘরের জিনিস বলা হয়েছে ।
কোন মন্তব্য নেই