শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

নীলদর্পণ নাটকে গোলক বসুর ভূমিকা আলোচনা করো প্রশ্নোত্তর

 

  


প্রশ্ন : " নীলদর্পণ " নাটকে গোলক বসুর ভূমিকা আলোচনা করো ।

উত্তর:- " নীলদর্পণ " নাটকের পুরুষ চিরিত্র গুলির একটি গোলক বসু । নাটকে চরিত্রটি যে খুব গুরুত্ব পূর্ন তা নয় । আকর্ষণীয় চরিত্র ও বলা যায় না । তবু উদ্দেশ্য মূলক এই নাটকে গোলক বসুর চরিত্রের মধ্যে দিয়ে নাট্যকার একজন সত্যবাদী , ভালো মানুষ , মর্যাদা সম্পন্ন জতদারকে দর্শকের সামনে হাজির করেছেন । এই চরিত্রের সংলাপ , আচরণ ও পরিনতির মধ্যে দিয়ে জতদার চাষীর উপর নীলকর সাহেবদের অত্যাচার , জতদার রায়তদের সম্পর্ক , নবীন মাধবের পিতৃভক্তি পরিস্ফুট করা হয়েছে ।

[       ] গোলক বসু নরম মনের মানুষ । সরল , ধর্মনিষ্ট , নিঝঞ্ঝাট এই মানুষটিকে কয়েদ করে নীলকর সাহেবেরা নবীন মাধব কে জব্দ করতে চেয়েছেন । নাটকের প্রথম গর্ভানকেই গোলক বসুর সঙ্গে আমাদের পরিচয় হয় । সেখানেই জেনেছি , তিনি ঝুট ঝামেলা পছন্দ করেন না । সাহেবদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় জেনেই তিনি ৬০ বিঘে জমিতে নীল চাষ করতে রাজিও হন । তবু মিথ্যা অভিযোগে তাঁকে ধরে নিয়ে গিয়ে বিচার করা হয়েছে । সে অপমান সহ্য করতে না পেরেই তিনি জেল খানায় আত্মহত্যা করেছেন । তাঁর আত্মহত্যাই নাটকের মোড় ঘুরিয়ে পরিনতির দিকে ঠেলে দিয়েছে । এজন্যই  চরিত্রটির গুরুত্ব কিছুটা যে আছে , তা মানতেই হয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন