উপনন্দ কে উপনন্দ কার আশ্রয়ে ছিল তাঁর সঙ্গে উপনন্দের সম্পর্ক কী ছিল আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্ন : উপনন্দ কে ? উপনন্দ কার আশ্রয়ে ছিল ? তাঁর সঙ্গে উপনন্দের সম্পর্ক কী ছিল ? আলোচনা করো ।
উত্তর:- শারদোৎসব নাটকের এক কতব্য পরায়ন , ন্যায় পরায়ন , গুরু ভক্ত বালক এই উপনন্দ । তার গুরু সুরসেন লক্ষেশ্বরের কাছে হাজার কার্ষপন ধার নিয়ে শোধ করে যেতে পারেননি । তাই উপনন্দ পুঁথি লিখে গুরুর ঋণ শোধ করার সংকল্প নিয়েছে । তাই সে অন্য বালকদের সঙ্গে মনের আনন্দে খেলায় মাততে পারে না ।
[ ] উপনন্দ অনাথ ছিল । পথে পথে ঘুরে বেড়াত । তাকে আশ্রয় দিয়েছিলেন বিনাচার্য সুরসেন । উপনন্দ নিজেই বলেছে ছোটবেলায় একদিন প্রচন্ড বৃষ্টির সময় মাথা বাঁচাতে একটা মন্দিরে প্রবেশ করে । পুরোহিত নিচ জাত মনে করে তাকে তাড়িয়ে দিলেন । ঐ মন্দিরেই বিস বীণা বাজাচ্ছিলেন সুরসেন । উপনন্দকে তাড়িয়ে দিতে দেখে সুরসেন নিজে মন্দির থেকে বেরিয়ে এসে উপনন্দকে জড়িয়ে ধরেন এবং নিজের ঘরে রেখে আপন সন্তানের মতো মানুষ করেছেন । কারো নিন্দা সমালোচনায় মন দেননি । উপনন্দ বীনা বাজিয়ে উপার্জন করতে চেয়েছিলেন । কিন্তু সুরসেন বীণা বাজিয়ে পয়সা উপার্জনে উৎসাহ দেননি । সে কাজের জন্য তাকে পুঁথি নকল করা শিখিয়েছিলেন । যখন অভাব বাড়ত তখন এ খানে এ ভাবেই উপনন্দ পুঁথি লিখে রোজকার করত । সুরসেন উপনন্দকে নিজের সন্তানের মতোই দেখতেন সেই মহান মানুষটার কাছে উপনন্দ ঋণী । তাই লক্ষেশ্বরের কাছে তিনি যে ঋণ রেখে মারা গেছেন সেই ঋণ শোধ করে সে পিতৃ ঋণ শোধের চেষ্টা করছে ।
কোন মন্তব্য নেই