১। নারায়ন গঙ্গোপাধ্যায়ের আসল নাম কি ? তার পেশা ছিল কি ?
উত্তর:- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় । নারায়ন গঙ্গোপাধ্যায়ের পেশা ছিল অধ্যাপনা । প্রথমে সিটি কলেজ , পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় ।
২। রাজা বাহাদুরের প্রতি লেখকের কৃতজ্ঞতার কারণ কি ?
উত্তর:- রাজা বাহাদুরের তুলনায় লেখক দিনাতিদিন । তবু তাকে সম্মান দিয়ে নিমন্ত্রন করা , চা খাওয়ানো , সোনার ঘড়ি উপহার এ সবের জন্যই লেখক রাজা বাহাদুরের প্রতি কৃতজ্ঞতাবোধ করেছেন ।
৩। লেখককে টেশন থেকে শিকার ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য রাজাবাহাদুর কি ব্যবস্থা করেছিলেন ?
উত্তর:- লেখককে শিকার ক্ষেত্রে নিয়ে যাবার জন্য রাজাবাহাদুর " রোলস রয়েস " গাড়ি পাঠান । যাঁর সংক্ষিপ্ত নাম " রোজ " ।
৪। ফরেস্টের মধ্যে এক এক টুকরো কাঠের গায়ে লেখক কি লেখা দেখেছিলেন ? সে সব লিখে রাখার উদ্দেশ্য কি ছিল ?
উত্তর:- ফরেস্টের মধ্যে এক এক টুকরো কাঠের গায়ে লেখা ছিল ১৯৩৫ , ১৯৪০ ইত্যাদি সংখ্যা । এগুলি লেখা হয়েছিল শাল গাছের চারা লাগাবার সময় নির্দেশ করতে ।
৫। রাজাবাহাদুরের নাম কি ? তিনি কোন স্টেটের রাজা ছিলেন ?
উত্তর:- রাজাবাহাদুরের নাম এন . আর . চৌধুরী । তিনি রামগঙ্গা এস্টেটের রাজা ছিলেন । আসলে তিনি জমিদার , রাজ ল তাঁর উপাধি ।
৬। হান্টিং বাংলোয় যে গোসলখানায় লেখককে পাঠানো হয় তাতে কোন কোন বস্তু সাজানো ছিল ?
উত্তর:- হান্টিং বাংলোর গোসলখানায় ছিল তিন চার খানা পাট ভাঙ্গা তোয়ালে , তিনটে সোপকেসে তিন রকমের সাবান , দামি দামি তেল , লাইম জুস , অতিকায় বাথটাব, ঝাঁঝরি ইত্যাদি ।
৭। " কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয় ।" কে কোন সময় একথা বলেছে ?
উত্তর:-" টপ " গল্পের লেখক হান্টিং বাংলোর গোসলখানার সজ্জাও জিনিসপত্র দেখে এই মন্তব্য করেছেন ।
৮। হান্টিং বাংলোর চায়ের টেবিলে কোন কোন খাদ্যবস্তু সজ্জিত ছিল ?
উত্তর:- হান্টিং বাংলার চায়ের টেবিলে সজ্জিত ছিল চা-কফি , কোকো , রুটি , মাখন , পনির , ঠান্ডা মাংস , কলা থেকে পিচ দশ রকমের ফল ।
৯। " টপ " গল্পের বিষয় যে তরাই অঞ্চলের তা কিভাবে জানা যায় ?
উত্তর:- " টপ " গল্পের বিষয় যে তরাই অঞ্চলের তার জানা যায় মহারাজার একটা উক্তি থেকে । তিনি বাংলোর নিচের ঘর জঙ্গল দেখিয়ে বলেন " টেরাইয়ের ওয়ান অব দি ফিয়াসেস্ট ফরেস্ট ।"
১০। হান্টিং বাংলোয় কোন কোন আগ্নেয়াস্ত্র লেখক দেখেছিলেন ?
উত্তর:- হান্টিং বাংলোয় আগ্নেয়াস্ত্র ছিল গোটা চারেক রাইফেল , একজোড়া রিভলভার , বেল্টে সোনালি কার্তুজ , এছাড়াও ছিল নেপালি ভোজালি , শেফিল্ডের তলোয়ার ।
১১। অস্ত্র ছাড়া হান্টিং বাংলোর দেওয়ালে আর কি কি সামগ্রী ছিল ?
উত্তর:- হান্টিং বাংলোর দেওয়ালে অস্ত্র ছাড়া আরো ছিল হরিণের মাথা , ভালুকের মুখ বাঘ , সাপ , হরিণ , গো সাপের চামড়া , বড়ো বড়ো দাঁতওয়ালা একটা হাতির মাথা ছিল টেবিলে ।
১২। রাজাবাহাদুর রাতে কিভাবে শিকারের চেষ্টা করতেন ?
উত্তর:- রাজাবাহাদুর রাত্রে বন্দুকসহ মোটরে চেপে জঙ্গলের মধ্যে গিয়ে গাড়ির হেডলাইট জেলে শিকারের অপেক্ষায় বসে থাকতেন , হেডলাইটের আলোয় কোনো হতভাগ্য পশু নজরে পড়লে তাকেই শিকার করা হত ।
১৩। রাজাবাহাদুর হান্টিং বাংলোর পিছনে " মাছ ধরবার বন্দোবস্ত " করে গোপনে কি শিকার করেছিলেন ?
উত্তর:- রাজাবাহাদুর মাছ ধরবার বন্দোবস্ত করার ছুতো করে বাঘ শিকারের ব্যবস্থা করেছিলেন ।
১৪। হান্টিং বাংলোয় রাজাবাহাদুর কিসের টপ ব্যবহার করেন ?
উত্তর:- হান্টিং বাংলোয় রাজাবাহাদুর টপ হিসেবে ব্যবহার করেন একটা মানব শিশুকে সেই জন্যই কাজটা গোপনে করতে চান ।
১৫। হান্টিং বাংলোয় রাজাবাহাদুর ছাড়া আর কাদের দেখা গিয়েছিল ?
উত্তর:- হান্টিং বাংলোয় রাজাবাহাদুর ছাড়া আর দেখা গিয়েছিল গাড়ী ড্রাইভার , আদালিরা , জনা তিনেক চাপরাসি , বয় , হিন্দুস্থানী কীপার ও তাঁর তিন চারটে ছেলে মেয়ে কে ।
১৭।" রাজাবাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের ।" " ওদের " বলতে কাদের বোঝানো হয়েছে ?
উত্তর:-" রাজাবাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের ।" এখানে " ওদের " বলতে বোঝানো হয়েছে বাংলোর কীপারের ছোট ছেলে মেয়ে গুলো কে ।
১৮। অভিনব মৎস্য শিকারের টোপ টা যে মানব শিশু ছিল । লেখক তা কিভাবে জানলেন ?
উত্তর:- বাঘ শিকারের কয়েক দন্ড পরে লেখক একটা শিশুর গঙ্গানি স্পষ্ট শুনেছিলেন । " কীসের টোপ আপনার ?" জিজ্ঞাসা করায় রাজা বাহাদুর লেখকের বুকে বন্দুকের নল ঠেকিয়ে ছিলেন । তাতেই জেনেছিলেন , টোপ টা মানব শিশুর ।
১৯। " টোপ " গল্পের লেখক কার কাছ থেকে কীসের পার্সেল পেয়েছিলে ?
উত্তর:- " টোপ " গল্পের লেখক রামগঙ্গা স্টেটের রাজাবাহাদুরের কাছ থেকে এক জোড়া চটি জুতোর পার্সেল পেয়েছিলেন ।
২০। বাঘ শিকারের দিন কিপার কে কোথায় পাঠানো হয়েছিল ? কেন ?
উত্তর:- বাঘ শিকারে দিন কিপার কে দরকারি কিছু জিনিসপত্র আনতে শহরে পাঠানো হয়েছিল । আসলে তার একটি শিশুকে টোপ করবার ইচ্ছা রাজাবাহাদুর তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন ।
২১। " টোপ " গল্পের লেখক কোন সত্য উদঘাটন করেছেন ?
উত্তর:- " টোপ " গল্পের লেখক শিকার বিলাসী রাজাবাহাদুরের নিষ্টুরতা ও অমানবিকতার স্বরূপ উদঘাটন করতে চেয়েছেন ।
২২। " টোপ " গল্পের লেখক অরণ্যের হান্টিং বাংলোয় গিয়েছিলেন কেন ?
উত্তর:- " টোপ " গল্পের লেখক হান্টিং বাংলোয় গিয়েছিলেন রাজাবাহাদুরের শিকারে সঙ্গী হবার আমন্ত্রণে ।
টপ গল্পে রাজার সঙ্গে লেখক এর পরিচয় এর বর্ণনা দাও
উত্তরমুছুনটোপ গল্পে রাজার সঙ্গে লেখকের পরিচয় বর্ণনা
উত্তরমুছুন