শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

রস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক রস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bengali honours ros oti songkhipto questions answer


                   

১।" রস " গল্পটির লেখক কে ? কত সালে ,কোন পত্রিকায় গল্পটির প্রথম প্রকাশ ঘটে ?



উত্তর:- " রস " গল্পটির লেখক নরেন্দ্রনাথ মিত্র । গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩৫৪ বঙ্গাব্দে , পৌষালী " চতুরঙ্গ " পত্রিকায় ।



২। " রস " গল্পের চরিত্র গুলির নাম লেখ ?

 


উত্তর:-" রস " গল্পের চরিত্র গুলি হল মোতালেফ , মাজু খাতুন , ফুলবানু , এলেম শেখ , নাদির শেখ ।



৩। রস গল্পের নায়ক কে ? তার বয়স কত ? তার কাজ কি ? 



উত্তর:- রস গল্পের নায়ক মোতালেফ ।  তার বয়স পঁচিশ ছাব্বিশ । তাঁর কাজ খেজুর গাছের রস নামানো ।



৪। মোতালেফ কাকে  পাত্রী হিসেবে পছন্দ করেছিল ? তার বয়স কত ?



উত্তর:- মোতালেফ পাত্রী হিসেবে পছন্দ করেছিল ফুলবানু কে । যাঁর বয়স উনিশ বছর ।



৫। ফুলবানুর বাবার নাম ও প্রথম স্বামীর নাম উল্লেখ করো ? 



উত্তর:- ফুলবানুর বাবার নাম এলেম শেখ । তাঁর প্রথম স্বামীর নাম গফুর ।


৬। মোতালেফ ফুলবানু কে নিকা করতে চাইলে কত টাকা পণ দাবি করে ? 



উত্তর:- মোতালেফ ফুলবানুকে নিকা করতে চাইলে এলেম শেখ পাঁচ কুঁড়ি টাকা পণ দাবী করে । 



৭। ফুলবানু কে পছন্দ করলেও মোতালেফ খাতুনকে নিকা করে কেন ?



উত্তর:- ফুলবানুকে নিকা করতে হলে পাঁচ কুড়ি টাকা পণ দিতে হবে । সেই টাকাও মোতালেফ নেই । সেই টাকা সঞ্চয় করার জন্যই সে মাজুকে নিকা করে । মাজুর হাতের গুর উৎকৃষ্ট ভালো দামে বিক্রি হয় । এটা জানত বলেই মোতালেফ পরিকল্পনা করে গুর তৈরীর কারিগর হিসেবে মাজুকে ঘরে আনে ।



৮। মাজু খাতুনের কয় স্বামী ? স্বামীদের নাম কি ? 



উত্তর:- মাজু খাতুনের তিন স্বামী । প্রথম স্বামী রাজেক মৃধা ,  দ্বিতীয় স্বামী মোতালেফ , এবং তৃতীয় স্বামী নাদির শেখ ।



৯। মোতালেফ কার কাছ থেকে রস নামাবার বিদ্যা শিখেছিলেন ?



উত্তর:- মোতালেফ রাজেক মৃধার কাছে খেজুর গাছের রস নামাবার বিদ্যা শিখেছিলেন । সে ছিল মাজু খাতুনের প্রথম স্বামী ।



১০। মাধু খাতুনের তৃতীয় বিয়ে কার সঙ্গে হয় । কে এ বিয়ের সম্বন্ধ করে ? 



উত্তর:- মাজু খাতুনের তৃতীয় বিয়ে হয়ন নাদির শেখের সঙ্গে । এই বিয়ের সম্বন্ধ করে মাজুখাতুনের ভাসুর ওয়াহেদ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন