Breaking News

সাঁঝ সকালের মা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক সাঁঝ সকালের মা  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bengali honours sanjh shokaler ma oti songkhipto questions answer

                   

১। " সাঁঝ সকালের মা " গল্পের প্রধান চরিত্র গুলির নাম কি ?


উত্তর:- " সাঁঝ সকালের মা " গল্পের প্রধান চরিত্র সাধন কান্দরি এবং জটি ঠাকুরানী ।


২। সাধন কান্দরী কোন সম্প্রদায়ভুক্ত ছিল ?


উত্তর:- সাধন কান্দরী ছিল বেদিয়া সম্প্রদায়ভুক্ত  ।


৩। জটি কিভাবে সাঁঝ সকালের মা হয়ে উঠেছিলেন ?


উত্তর:- সাধনের দেড় বছর বয়স থেকে জটেশ্বরীর দেবতার ভর হতে থাকে । তাই জটিল জটি ঠাকুরানী হয়ে ওঠে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সে সাধনের মা থাকে । এই জন্যই তাকে সাঁঝ সকালের মা বলে পরিচয় দেওয়া হতো ।


৪। জটি ঠাকুরানী কোন মাসে মারা যায় ? কোথায় ?


উত্তর:- জটি ঠাকুরানী বৈশাখ মাসে মারা যায় । হাসপাতালের ডাক্তার "জবাব" দেওয়ায় বাড়িতে ফিরে ।


৫। জটির হাসপাতালে যেতে ভয় ছিল কেন ?


উত্তর:- জটির ধারণা ছিলো হাসপাতালে ডোমেরা নাড়ি ছেঁড়া করে । ডোমারে নাড়ি নেই , ডাক্তার রক্ত নিয়ে বোতল ভর্তি করে রাখে । দেহ পচিয়ে হাঁড় বিক্রি করে । এই জন্যই জটি হাসপাতালে যেতে ভয় পায় । 

৬। মোটর গাড়িতে জটিকে হাসপাতালে নেওয়া যায় নি কেন ?


উত্তর:- মোটর গাড়ির ড্রাইভার মুমূর্ষ জটিকে  দেখে বলেছিল । "  মুর্দা হ্যায় গাড়ি মে মর যায় গে ।"  সে জটিকে গাড়িতে নিতে চায়নি । 


৭। জটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাধনের সঙ্গে কে কে গিয়েছিলে ?


উত্তর:- জটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাধনের সঙ্গে গিয়েছিল বলরাম , জগদীশ , উদ্ভব ।


৮। জটিল রোগ টা কি ছিল ? কদিন পর রোগ ধরা পড়ে ?


উত্তর:- জটিল রোগটা ছিল অনাহার । তিনদিন পর ডাক্তাররা রোগ ধরতে পারেন ।


৯। জটেশ্বরীর শবযাত্রায় কীর্তন গেয়েছিল কে ? তার পেশা কি ? 


উত্তর:- জটেশ্বরীর শবযাত্রায় কীর্তন গিয়েছিল বলরামের বনাই সদানন্দ । তাঁর পেশা ছিল সরকারি অফিসে পিওনগিরি ।


১০। সাধনের বাবার নাম কি ? তার জাত ব্যাবসা কি ছিল ?


উত্তর:- সাধনের বাবার নাম উৎসব কান্দরি । তাঁর জাত ব্যাবসা ছিল চিকন পাটি বোনা । কিন্তু সে খঙ্গ পুরে গিয়ে কুলিগীরি শুরু করেছিল । 

১১। স্বামীর মৃত্যুর পর জটেশ্বরী কোথায় আশ্রয় নেই ? কেন ? 


উত্তর:- স্বামীর মৃত্যুর পর জটেশ্বরীর এক সন্ন্যাসীর কাছে আশ্রয় নেই । প্রথমে সে নিজের জাতের মানুষদের খুঁজেছিল না পেয়ে দুষ্ট মানুষদের হাত থেকে নিজেকে বাঁচাতেই হনুমানজির ভক্ত সন্ন্যাসীর কাছে আশ্রয় নেই ।


১২। সন্ন্যাসী জটিকে রক্ষা করবার জন্য কি ব্যবস্থা করেছিল ?


উত্তর:- জটিকে আত্মরক্ষা অস্ত্র হিসেবে লাল চেলি আর একটা ত্রিশূল দিয়ে বলেছিল । " একদিন তাকে শেয়ালে শুকনে ছিঁড়ে খাবে তা মনে জানতে পারছি । তবুও তুই এই বস্তরে অস্তরে চলে যা মা ।"  পরিচয় দিতে বলেছিল "জটি ঠাকুরানী" বলে ।


১৩। সাধন মায়ের শ্রাদ্ধের জন্য বেরিয়ে কত টাকা পায় ? 


উত্তর:- সাধন মায়ের শ্রাদ্ধের জন্য ভিক্ষায় বেরিয়ে সাকুল্যে পায় ২১ টি টাকা আর এক পালি চাল ।


১৪। জটির শ্রাদ্ধ কোথায় হয় ? কত টাকা খরচ করে ? 


উত্তর:- জটি শ্রাদ্ধ হয় কালীঘাটের এক পুরোহিতের বাড়ি ।  আঠারো টাকার বিনিময়ে ।


১৫। কে কালিঘাটে গিয়ে জটির শ্রাদ্ধের ব্যবস্থা করিয়ে দিয়েছিল ?


উত্তর:- সাধনের বন্ধু বলরাম কালিঘাটে গিয়ে এক দরিদ্র ব্রাহ্মণ কে ধরে মাত্র ১৮ টাকায় জটির শ্রাদ্ধের ব্যবস্থা করিয়েছিল । 

১৬। কি দেখে জটির উপার্জনের উপযুক্ত শহুরে বুদ্ধি জেগেছিল ?


উত্তর:- স্টেশনের কাছে নেপালী ও ভোট বুড়িদের মালা , তাবিজ , শেকড় , পাখির পা , ব্যাঙের ছাল বেচতে দেখে জটিরও শহুরে বুদ্ধি জেগেছিল । সেও ঠাকুমার টোটকা টুটকি মনে আনার চেষ্টা করে ওষুধ দেওয়া শুরু করেছিল ।


১৭। " সাঁঝ সকালের মা " গল্পের ক টি পরিচ্ছেদ ?


উত্তর:-  " সাঁঝ সকালের মা " গল্পের তিনটি পরিচ্ছেদ ।


কোন মন্তব্য নেই